১৯৭৫ সালে প্রথম ওডিআই বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০২ রান করে ওয়েস্ট ইন্ডিজকে জেতান অধিনায়ক ক্লাইভ লয়েড।
১৯৭৯ সালে দ্বিতীয় ওডিআই বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৮ রান করে ওয়েস্ট ইন্ডিজকে ফের চ্যাম্পিয়ন করেন ভিভ রিচার্ডস।
১৯৯৬ সালের ওডিআই বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০৭ রান করে শ্রীলঙ্কাকে চ্যাম্পিয়ন করেন অরবিন্দ ডি সিলভা।
২০০৩ সালের ওডিআই বিশ্বকাপ ফাইনালে ভারতের বিরুদ্ধে ১৪০ রান করেন অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং।
২০০৭ সালের ওডিআই বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৪৯ রান করে অপরাজিত থাকেন অস্ট্রেলিয়ার উইকেটকিপার-ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট।
১২ বছর আগে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওডিআই বিশ্বকাপ ফাইনালে ভারতের বিরুদ্ধে ১০৩ রান করেন শ্রীলঙ্কার মাহেলা জয়বর্ধনে। তবে ভারতই চ্যাম্পিয়ন হয়।
এবারের ওডিআই বিশ্বকাপ ফাইনালে কোনও ভারতীয় ব্যাটার শতরান করতে পারলে নতুন নজির গড়বেন।
২০ বছর আগে ওডিআই বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়া ভারতীয় দলে ছিলেন বর্তমানে প্রধান কোচ রাহুল দ্রাবিড়। তিনি এবার চ্যাম্পিয়ন হতে মরিয়া।