ওডিআই বিশ্বকাপ সেমি-ফাইনালে গ্যালারিতে ছিলেন। এরপর ভারতের অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে দেখা হল ইংল্যান্ডের ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক ডেভিড বেকহ্যামের।
বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবলার ডেভিড বেকহ্যামের সঙ্গে জার্সি বিনিময় করে উচ্ছ্বসিত রোহিত শর্মা।
রবিবার ওডিআই বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামছে ভারত। এই ম্যাচের জন্য রোহিত শর্মাকে শুভেচ্ছা জানিয়েছেন ডেভিড বেকহ্যাম।
কপিল দেব নিখাঞ্জ, মহেন্দ্র সিং ধোনির পর তৃতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে রোহিত শর্মা।
একমাত্র দল হিসেবে এবারের ওডিআই বিশ্বকাপে অপরাজিত ভারতীয় দল। ফাইনালে ১১-তম জয়ের লক্ষ্যে ভারত।
চলতি ওডিআই বিশ্বকাপে ভারতীয় দলের অন্যতম ভরসা অধিনায়ক রোহিত শর্মা। ওপেনিংয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন এই তারকা ব্যাটার।
ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ব্যাটার ক্রিস গেইলের রেকর্ড ভেঙে ওডিআই বিশ্বকাপে সবচেয়ে বেশি ওভার-বাউন্ডারি মারার রেকর্ড গড়েছেন রোহিত শর্মা।
আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভালো পারফরম্যান্স দেখিয়ে ভারতীয় দলকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করাই রোহিত শর্মার লক্ষ্য।