ওডিআই বিশ্বকাপ চলাকালীন পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদিকে পিছনে ফেলে আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে বোলারদের তালিকার শীর্ষে পৌঁছে গিয়েছেন মহম্মদ সিরাজ।
মহম্মদ সিরাজ জানিয়েছেন, তিনি আইসিসি র্যাঙ্কিং নিয়ে কিছু ভাবছেন না।
মহম্মদ সিরাজ জানিয়েছেন, ভারতীয় দলকে ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন করাই তাঁর লক্ষ্য।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কা এবং ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুর্দান্ত বোলিং করেছেন মহম্মদ সিরাজ।
চলতি ওডিআই বিশ্বকাপে এখনও পর্যন্ত ৮ ম্যাচ খেলে ১০ উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ। তাঁর ইকনমি রেট ৫.২৩।
এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২১ রান দিয়ে ৬ উইকেট নেন মহম্মদ সিরাজ। ৫০ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা।
মহম্মদ সিরাজ বলেছেন, 'আমি আশা করি ভারতের হয়ে ভালো পারফরম্যান্স দেখাতে পারব। সেটাই একমাত্র গুরুত্বপূর্ণ বিষয়।'
মহম্মদ সিরাজ জানিয়েছেন, ভারতীয় দলের হয়ে প্রতিটি ম্যাচেই ভালো পারফরম্যান্স দেখানো তাঁর লক্ষ্য।