৮ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে চলতি ওডিআই বিশ্বকাপে সবার শেষে আছে নেদারল্যান্ডস।
এবারের ওডিআই বিশ্বকাপের শুরু থেকেই বড় দলগুলিকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার কথা বলে আসছে নেদারল্যান্ডস। তবে তারা বেশি কিছু করতে পারেনি।
এবারের ওডিআই বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চমক দিয়েছে ডাচরা। এরপর বাংলাদেশকেও হারিয়ে দিয়েছে নেদারল্যান্ডস।
বুধবার পুণেতে নেদারল্যান্ডসকে ১৬০ রানে হারিয়ে দিয়েছে ইংল্যান্ড। এই হারের ফলে ১০ নম্বরে নেমে গিয়েছে ডাচরা।
ইংল্যান্ডের কাছে পর্যুদস্ত হলেও ভারতকে হারাতে পারবেন বলে আশাপ্রকাশ করেছেন নেদারল্যান্ডসের ক্রিকেটার তেজা নিদামানুরু।
দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশকে যেভাবে হারিয়েছে নেদারল্যান্ডস, ঠিক সেভাবেই ভারতকেও হারাতে পারবেন বলে আশাপ্রকাশ করেছেন তেজা নিদামানুরু।
ইংল্যান্ডের বিরুদ্ধে হারের পর তেজা নিদামানুরু বলেছেন, 'ভারতীয় দল এই টুর্নামেন্টের সেরা। সেই কারণে আমরা ভারতের বিরুদ্ধে খেলতে নামার বিষয়ে উত্তেজিত।'
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যেভাবে অঘটন ঘটিয়েছে নেদারল্যান্ডস, ভারতের বিরুদ্ধেও সেভাবেই জেতার বিষয়ে আত্মবিশ্বাসী তেজা নিদামানুরু।