রবিবার ভারতের বিরুদ্ধে ওডিআই বিশ্বকাপ ফাইনালে ১২০ বলে ১৩৭ রানের অসাধারণ ইনিংস খেললেন অস্ট্রেলিয়ার ওপেনার ট্রেভিস হেড।
ওডিআই বিশ্বকাপ ফাইনালে রান তাড়া করার সময় সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়লেন ট্রেভিস হেড।
এ বছরই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে প্রথম ইনিংসে ১৬৩ রান করেন ট্রেভিস হেড। এরপর ওডিআই বিশ্বকাপ ফাইনালেও শতরান করলেন তিনি। এই রেকর্ড অন্য কারও নেই।
১৯৭৯ সালে ওডিআই বিশ্বকাপ সেমি-ফাইনাল ও ফাইনাল মিলিয়ে ১৮০ রানের রেকর্ড ছিল ভিভ রিচার্ডসের। এবার ১৯৯ রান করে সেই রেকর্ড ভেঙে দিলেন ট্রেভিস হেড।
এবারের ওডিআই বিশ্বকাপ ফাইনালে ট্রেভিস হেড ও মার্নাস লাবুশেনের পার্টনারশিপে যোগ হল ১৯২ রান। এটা ওডিআই বিশ্বকাপ ফাইনালে দ্বিতীয় সর্বাধিক পার্টনারশিপ।
ট্রেভিস হেডের আগে ওডিআই বিশ্বকাপে সেমি-ফাইনাল ও ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মহিন্দর অমরনাথ, অরবিন্দ ডি সিলভা ও শেন ওয়ার্ন।
দক্ষিণ আফ্রিকার শন পোলকের পর দ্বিতীয় বোলার হিসেবে ওডিআই বিশ্বকাপের কোনও ম্যাচে ১০ ওভার বোলিং করে একটিও বাউন্ডারি না দেওয়ার নজির গড়লেন প্যাট কামিন্স।
১৯৮৭, ১৯৯৬, ১৯৯৯, ২০০৩, ২০০৭, ২০১৫ ও ২০২৩ সালে ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজ ও ভারত ২ বার করে ওডিআই বিশ্বকাপ জিতেছে।