আন্তর্জাতিক ক্রিকেট খেলার সময় ওডিআই বিশ্বকাপে ৫ বার পাকিস্তানের মুখোমুখি হন সচিন তেন্ডুলকর। প্রতিবারই জয় পায় ভারতীয় দল।
১৯৯২ সালের বিশ্বকাপে প্রথমবার ভারত-পাকিস্তানের লড়াই হয়। সেটা ছিল সচিন তেন্ডুলকরের প্রথম বিশ্বকাপ। সেই ম্যাচে জয় পায় ভারত।
১৯৯৬ সালের ওডিআই বিশ্বকাপে ভারতীয় দলের প্রধান ভরসা ছিলেন সচিন তেন্ডুলকর। সেবার কোয়ার্টার ফাইনালে পাকিস্তানকে হারায় ভারত।
১৯৯৯ সালের ওডিআই বিশ্বকাপের সময় কার্গিলে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর লড়াই চলছিল। বিশ্বকাপের ম্যাচেও তার প্রভাব পড়ে।
২০০৩ সালের বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে শোয়েব আখতার, ওয়াকার ইউনিসদের উড়িয়ে দেন সচিন তেন্ড়ুলকর।
২০১১ সালের ওডিআই বিশ্বকাপ সেমি-ফাইনালে মোহালিতে পাকিস্তানকে হারিয়ে দেয় ভারত। সেটাই ছিল সচিন তেন্ডুলকরের শেষ বিশ্বকাপ।
সচিন তেন্ডুলকর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ওডিআই বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের ফল বদলায়নি।
২০১৫ সালের ওডিআই বিশ্বকাপে অ্যাডিলেডে পাকিস্তানকে সহজেই ৭৬ রানে হারিয়ে দেয় ভারতীয় দল। সেই ম্যাচে শতরান করেন বিরাট কোহলি।
২০১৯ সালের ওডিআই বিশ্বকাপে ওল্ড ট্র্যাফোর্ডে পাকিস্তানের বিরুদ্ধে সহজ জয় পায় ভারত।