এবারের ওডিআই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ভালো পারফরম্যান্স দেখিয়েও মূলপর্বের যোগ্যতা অর্জন করতে পারেনি জিম্বাবোয়ে। এবার টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জনের লক্ষ্যে জিম্বাবোয়ে।
টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে রোয়ান্ডার বিরুদ্ধে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্স দেখালেন জিম্বাবোয়ের অধিনায়ক সিকন্দর রাজা।
রোয়ান্ডার বিরুদ্ধে ব্যাটিং ওপেন করতে নেমে ৩৬ বলে ৫৮ রান করার পর ৩ রান দিয়ে হ্যাটট্রিক করেন সিকন্দর রাজা।
টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে রোয়ান্ডার বিরুদ্ধে ১৪৪ রানে জয় পেলেও, ৪ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে জিম্বাবোয়ে। বিশ্বকাপ খেলার সম্ভাবনা কার্যত নেই।
দল যেমনই পারফরম্যান্স দেখাক না কেন, সিকন্দর রাজা নিজে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন।
২০২৩ সালে ৬টি ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন বিরাট কোহলি। রোয়ান্ডার বিরুদ্ধে ম্যাচের সেরা নির্বাচিত হয়ে সেই রেকর্ড স্পর্শ করেছেন সিকন্দর রাজা।
২০২৪ সালের আইপিএল-এর জন্য যে ক্রিকেটারদের দলে ধরে রেখেছে পাঞ্জাব কিংস, তাঁদের অন্যতম সিকন্দর রাজা।
আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি আইপিএল-সহ বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগেও ভালো পারফরম্যান্স দেখানোই সিকন্দর রাজার লক্ষ্য।