আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজে অসাধারণ পারফরম্যান্স দেখানো শিবম দুবে জানিয়েছেন, আইপিএল-এ বিশ্বমানের বোলারদের বিরুদ্ধে ব্যাটিং করার ফলেই তিনি উন্নতি করতে পেরেছেন।
শিবম দুবে জানিয়েছেন, ঘরোয়া প্রতিযোগিতায় সব বোলারের বিরুদ্ধেই তিনি দাপট দেখিয়েছেন। কিন্তু আইপিএল-এ বোলারদের সামলানো সহজ ছিল না। সেই কারণে ব্যাটিংয়ে উন্নতি করতে হয়েছে।
ওডিআই বিশ্বকাপ থেকেই চোটের জন্য মাঠের বাইরে ভারতীয় দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তাঁর পরিবর্ত হিসেবেই দেখা হচ্ছে শিবম দুবেকে।
আফগানিস্তানের বিরুদ্ধে শিবম দুবে যে পারফরম্যান্স দেখাচ্ছেন, তাতে তাঁর টি-২০ বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া উচিত।
আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ২ ম্যাচেই অর্ধশতরান করেছেন শিবম দুবে। তিনি ২টি ম্যাচেই উইকেটও নিয়েছেন।
শিবম দুবে বলেছেন, ‘আমার দক্ষতার উন্নতি করে যেতে হবে। আমি মাটিতে পা রেখে চলতে চাই। নিজের কাজ ভালোভাবে করে যাওয়াই আমার লক্ষ্য।’
শিবম দুবে জানিয়েছেন, তিনি বর্তমানে যে ভূমিকা পালন করছেন তাতেই মন দিতে চাইছেন। টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ পাবেন কি না সেটা নিয়ে ভাবছেন না।
বুধবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের শেষ টি-২০ ম্যাচেও ব্যাটিং-বোলিংয়ে ভালো পারফরম্যান্স দেখাতে চান শিবম দুবে।
ভারতীয় দলে সুযোগ পাওয়ার জন্য দারুণ প্রতিযোগিতা চলছে। দলে টিকে থাকার জন্য ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও উন্নতি করতে চাইছেন শিবম দুবে।
ইন্দোরের হোলকার ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচের পর শিবম দুবে জানিয়েছেন, তাঁর প্রশংসা করেছেন অধিনায়ক রোহিত শর্মা।