২০২৩ সালে ওডিআই ফর্ম্যাটে অসামান্য পারফরম্যান্সের স্বীকৃতি বিরাটের
২০২৩ সালে ওডিআই বিশ্বকাপে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়েন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। এবার তিনি বর্ষসেরা ওডিআই ক্রিকেটারের জন্য মনোনীত হলেন।
Cricket Jan 05 2024
Author: Soumya Gangully Image Credits:X
Bangla
সাময়িক অফ ফর্মের পর ২০২২ সাল থেকেই ধারাবাহিকভাবে অসাধারণ ফর্মে বিরাট
প্রায় ৩ বছর শতরান না পাওয়ার জন্য সমালোচনার মুখে পড়তে হয় বিরাটকে। তবে তিনি এখন অসাধারণ ফর্মে। ধারাবাহিকভাবে রান করে চলেছেন।
Image credits: X
Bangla
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই ম্যাচে দ্বিশতরান করেছেন শুবমান গিল
২০২৩ সালে ওডিআই ফর্ম্যাটে ৬৩.৩৬ গড়ে ১,৫৮৪ রান করেছেন শুবমান গিল। তিনি শতরানের পাশাপাশি দ্বিশতরানও করেছেন। ফলে বর্ষসেরা ক্রিকেটার হওয়ার বড় দাবিদার শুবমান।
Image credits: ×
Bangla
ওডিআই বিশ্বকাপে চমকপ্রদ পারফরম্যান্সের স্বীকৃতি পেতে পারেন শামি
ওডিআই বিশ্বকাপে ৭টি ম্যাচে খেলার সুযোগ পেয়ে ২৪ উইকেট নেন মহম্মদ শামি। এই পারফরম্যান্সের জন্যই তিনি বর্ষসেরা ক্রিকেটারের দৌড়ে আছেন।