২০২৩ সালে ওডিআই বিশ্বকাপে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়েন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। এবার তিনি বর্ষসেরা ওডিআই ক্রিকেটারের জন্য মনোনীত হলেন।
প্রায় ৩ বছর শতরান না পাওয়ার জন্য সমালোচনার মুখে পড়তে হয় বিরাটকে। তবে তিনি এখন অসাধারণ ফর্মে। ধারাবাহিকভাবে রান করে চলেছেন।
২০২৩ সালে ওডিআই ফর্ম্যাটে ৬৩.৩৬ গড়ে ১,৫৮৪ রান করেছেন শুবমান গিল। তিনি শতরানের পাশাপাশি দ্বিশতরানও করেছেন। ফলে বর্ষসেরা ক্রিকেটার হওয়ার বড় দাবিদার শুবমান।
ওডিআই বিশ্বকাপে ৭টি ম্যাচে খেলার সুযোগ পেয়ে ২৪ উইকেট নেন মহম্মদ শামি। এই পারফরম্যান্সের জন্যই তিনি বর্ষসেরা ক্রিকেটারের দৌড়ে আছেন।
২০২৩ সালে ওডিআই ফর্ম্যাটে ১,২০৪ রান করেন নিউজিল্যান্ডের ব্যাটার ড্যারিল মিচেল। তিনি ওডিআই বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিং করেন।