শনিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়া-পাকিস্তান টেস্ট ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন ডেভিড ওয়ার্নারের পরিবারের সদস্যরা। তাঁরা ওয়ার্নারের কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচের সাক্ষী থাকলেন।
শনিবার পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচ জেতার পর মাঠেই মেয়েদের সঙ্গে কথা বলতে দেখা যায় ডেভিড ওয়ার্নারকে। তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন।
ডেভিড ওয়ার্নার জানিয়েছেন, তিনি এবার পরিবারকে বেশি সময় দিতে চাইছেন। স্ত্রী, মেয়েদের সঙ্গে তিনি বেশিক্ষণ থাকবেন।
আন্তর্জাতিক ক্রিকেটে অনেক সাফল্য পেয়েছেন ডেভিড ওয়ার্নার। তাঁর বিদায়ের মুহর্তটিও স্মরণীয় হয়ে থাকল।
টি-২০ ফর্ম্যাটে বিস্ফোরক ব্যাটার হলেও, টেস্টে আবার অন্য ভূমিকায় দেখা গিয়েছে ডেভিড ওয়ার্নারকে। সে কথা উল্লেখ করে তাঁর প্রশংসা করেছেন সচিন তেন্ডুলকর।
আইপিএল-এ ডেভিড ওয়ার্নারের সঙ্গে একই দলে খেলেছিলেন বীরেন্দ্র সেহবাগ। তিনি মজার ছলে বলেছেন, টেস্ট থেকে অবসর নেওয়ার পর এবার আরও রিল বানাবেন ওয়ার্নার।
সিডনিতে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৭৫ বলে ৫৭ রান করেন ডেভিড ওয়ার্নার। তাঁর ইনিংসে ছিল ৭টি বাউন্ডারি।
অত্যন্ত জনপ্রিয় ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। সেই কারণে তাঁর শেষ টেস্ট ম্যাচে সিডনি ক্রিকেট গ্রাউন্ডের গ্যালারিতে থাকা দর্শকরাও আবেগপ্রবণ হয়ে পড়েন।
পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমের জার্সিতে সব ক্রিকেটার স্বাক্ষর করে শেষ টেস্ট ম্যাচের স্মারক হিসেবে ডেভিড ওয়ার্নারকে উপহার দেওয়া হল।
শুধু নিজের দলেরই নয়, বিপক্ষ দলেরও শ্রদ্ধা আদায় করে নিয়েছেন ডেভিড ওয়ার্নার। শনিবার সিডনিতে ফের সেটা দেখা গেল।