প্রথম টেস্ট ম্যাচ থেকেই সাফল্য পেয়েও প্রচারের আড়ালে রাহুল দ্রাবিড়
১৯৯৬ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গেই লর্ডসে টেস্টে অভিষেক হয় রাহুল দ্রাবিড়ের। সেই টেস্টে শতরান করেন সৌরভ। ৯৫ রান করে আউট হয়ে যান দ্রাবিড়। ফলে তিনি যথেষ্ট প্রচার পাননি।
Cricket Jan 11 2024
Author: Soumya Gangully Image Credits:Instagram
Bangla
আন্তর্জাতিক কেরিয়ারে বরবারই পিছনের সারিতে থাকতে হয়েছে রাহুল দ্রাবিড়কে
অসাধারণ সাফল্য পাওয়ার পরেও কয়েকজন সতীর্থর মতো সুপারস্টার হয়ে ওঠা হয়নি রাহুল দ্রাবিড়ের। তিনি সবসময়ই পিছনের সারিতে থেকেছেন।
Image credits: Instagram
Bangla
ভারতীয় দলের অধিনায়ক হওয়ার পরেও সামনের সারিতে থাকতে পারেননি দ্রাবিড়
রাহুল দ্রাবিড় যখন ভারতীয় দলের অধিনায়ক হন, সেই সময় প্রধান কোচ ছিলেন গ্রেগ চ্যাপেল। তিনিই প্রচারের যাবতীয় আলো নিজের দিকে টেনে নিয়েছিলেন। চ্যাপেলের আড়ালেই ছিলেন দ্রাবিড়।
Image credits: Instagram
Bangla
ওডিআই-তে সবচেয়ে বেশি ইনিংসে ০ রানে আউট না হওয়ার রেকর্ড দ্রাবিড়ের
ওডিআই ফর্ম্যাটে টানা ১২০টি ম্যাচে ০ রানে আউট না হওয়ার রেকর্ড রয়েছে রাহুল দ্রাবিড়ের। টেস্টের মতো ওডিআই-তেও অসাধারণ সাফল্য পেয়েছেন তিনি।
Image credits: Instagram
Bangla
টেস্ট ম্যাচে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ডও রাহুল দ্রাবিড়ের দখলে
ভারতীয় দলের নির্ভরযোগ্য ব্যাটারের পাশাপাশি অসাধারণ ফিল্ডারও ছিলেন রাহুল দ্রাবিড়। তিনি টেস্ট ম্যাচে ২১০টি ক্যাচ নেন। এই রেকর্ড অন্য কারও নেই।
টেস্ট ম্যাচে ১০ বার ৯০-এর বেশি রান করার পরেও শতরানের আগেই আউট হয়ে যান রাহুল দ্রাবিড়। সচিন তেন্ডুলকর ও স্টিভ ওয়ারও এই নজির রয়েছে।
Image credits: Instagram
Bangla
টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি বল সামলানোর রেকর্ড রাহুল দ্রাবিড়ের দখলে
টেস্ট ক্রিকেটে ব্যাটিং করার সময় মোট ৩১,২৫৮টি বল সামলেছেন রাহুল দ্রাবিড়। অন্য কোনও ব্যাটার এত বল খেলেননি।
Image credits: Instagram
Bangla
টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি শতরানের পার্টনারশিপ রাহুল দ্রাবিড়ের দখলে
টেস্ট ক্রিকেটে ৮৮ বার শতরানের পার্টনারশিপের সঙ্গে যুক্ত থেকেছেন রাহুল দ্রাবিড়। সচিন তেন্ডুলকরের সঙ্গে পার্টনারশিপে সবচেয়ে বেশি রান যোগ করেছেন দ্রাবিড়।