১৯৯৬ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গেই লর্ডসে টেস্টে অভিষেক হয় রাহুল দ্রাবিড়ের। সেই টেস্টে শতরান করেন সৌরভ। ৯৫ রান করে আউট হয়ে যান দ্রাবিড়। ফলে তিনি যথেষ্ট প্রচার পাননি।
অসাধারণ সাফল্য পাওয়ার পরেও কয়েকজন সতীর্থর মতো সুপারস্টার হয়ে ওঠা হয়নি রাহুল দ্রাবিড়ের। তিনি সবসময়ই পিছনের সারিতে থেকেছেন।
রাহুল দ্রাবিড় যখন ভারতীয় দলের অধিনায়ক হন, সেই সময় প্রধান কোচ ছিলেন গ্রেগ চ্যাপেল। তিনিই প্রচারের যাবতীয় আলো নিজের দিকে টেনে নিয়েছিলেন। চ্যাপেলের আড়ালেই ছিলেন দ্রাবিড়।
ওডিআই ফর্ম্যাটে টানা ১২০টি ম্যাচে ০ রানে আউট না হওয়ার রেকর্ড রয়েছে রাহুল দ্রাবিড়ের। টেস্টের মতো ওডিআই-তেও অসাধারণ সাফল্য পেয়েছেন তিনি।
ভারতীয় দলের নির্ভরযোগ্য ব্যাটারের পাশাপাশি অসাধারণ ফিল্ডারও ছিলেন রাহুল দ্রাবিড়। তিনি টেস্ট ম্যাচে ২১০টি ক্যাচ নেন। এই রেকর্ড অন্য কারও নেই।
টেস্ট ম্যাচে ১০ বার ৯০-এর বেশি রান করার পরেও শতরানের আগেই আউট হয়ে যান রাহুল দ্রাবিড়। সচিন তেন্ডুলকর ও স্টিভ ওয়ারও এই নজির রয়েছে।
টেস্ট ক্রিকেটে ব্যাটিং করার সময় মোট ৩১,২৫৮টি বল সামলেছেন রাহুল দ্রাবিড়। অন্য কোনও ব্যাটার এত বল খেলেননি।
টেস্ট ক্রিকেটে ৮৮ বার শতরানের পার্টনারশিপের সঙ্গে যুক্ত থেকেছেন রাহুল দ্রাবিড়। সচিন তেন্ডুলকরের সঙ্গে পার্টনারশিপে সবচেয়ে বেশি রান যোগ করেছেন দ্রাবিড়।