ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজে ভারতীয় দলের হয়ে নতুন রেকর্ড গড়ার লক্ষ্যে অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দলের প্রাক্তন তারকা কপিল দেব নিখাঞ্জ ও অনিল কুম্বলের রেকর্ড ছাপিয়ে যাওয়ার পথে রবীন্দ্র জাদেজা।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২৯টি ওডিআই ম্যাচে ৪১ উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা। তিনি ২ উইকেট পেলেই অনিল কুম্বলেকে ছাপিয়ে যাবেন।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই ম্যাচে ৪৩ উইকেট নিয়েছেন কপিল দেব নিখাঞ্জ। তাঁর চেয়ে ২ উইকেট পিছিয়ে রবীন্দ্র জাদেজা।
ভারত-ওয়েস্ট ইন্ডিজের ওডিআই সিরিজের ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার পথে রবীন্দ্র জাদেজা।
ভারত-ওয়েস্ট ইন্ডিজের ওডিআই ম্যাচের ইতিহাসে সর্বাধিক ৪৪ উইকেট নিয়েছেন প্রাক্তন পেসার কোর্টনি ওয়ালশ। তাঁর রেকর্ড ছাপিয়ে যাওয়ার লক্ষ্যে রবীন্দ্র জাদেজা।
কয়েক মাসের মধ্যেই হতে চলেছে এশিয়া কাপ, ওডিআই বিশ্বকাপ। তার আগে ফর্মে ফেরার লক্ষ্যে ভারতীয় দলের তারকা ব্যাটার বিরাট কোহলি।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ব্যর্থ হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজ সফরে ভালো পারফরম্যান্সের লক্ষ্যে রোহিত শর্মা।
ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজে ভারতীয় দলের সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছেন অভিজ্ঞ ব্যাটার অজিঙ্কা রাহানে। তিনি দলের অন্যতম ভরসা।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর জাতীয় দল থেকে বাদ পড়েছেন চেতেশ্বর পূজারা। তাঁর বাদ পড়া নিয়ে প্রশ্ন উঠেছে।