Bangla

সোমবার ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি গাভাসকরের জন্মদিন, শুভেচ্ছা সচিনের

সোমবার ৭৪ বছর পূর্ণ করলেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সুনীল গাভাসকর। তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন বহু মানুষ। তাঁদের মধ্যে আছেন সচিন তেন্ডুলকরও। 

Bangla

ছোটবেলার আদর্শ সুনীল গাভাসকরকে জন্মদিনের শুভেচ্ছা সচিন তেন্ডুলকরের

সুনীল গাভাসকরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সচিন তেন্ডুলকর লিখেছেন, ‘আমার ব্যাটিংয়ের আদর্শ, বড় হওয়ার আমরা সবাই যাঁর মতো ব্যাটিং করতে চাইতাম। শুভ জন্মদিন গাভাসকর স্যার।’

Image credits: Instagram
Bangla

টেস্ট ক্রিকেটে সুনীল গাভাসকরের সবচেয়ে বেশি শতরানের রেকর্ড ভেঙেছেন সচিন

টেস্ট ক্রিকেটে ৩৪টি শতরান রয়েছে সুনীল গাভাসকরের। একসময় তিনিই ছিলেন সবচেয়ে বেশি শতরানের মালিক। সেই রেকর্ড ভেঙে দেন সচিন তেন্ডুলকর। 

Image credits: Instagram
Bangla

১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে অভিষেক হয় সুনীল গাভাসকরের

১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথমবার জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পান সুনীল গাভাসকর। প্রথম সিরিজেই অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে নজর কেড়ে নেন তিনি।

Image credits: Getty
Bangla

ওয়েস্ট ইন্ডিজের ভয়ঙ্কর পেসারদের বিরুদ্ধেই বেশি রান করতেন সুনীল গাভাসকর

সাত ও আটের দশকে ওয়েস্ট ইন্ডিজের পেস আক্রমণ ছিল ভয়ঙ্কর। সেই দলের বিরুদ্ধেই সবচেয়ে বেশি রান করেছেন সুনীল গাভাসকর। অভিষেক সিরিজেই তিনি করেন ৭৭৪ রান।

Image credits: Getty
Bangla

সুনীল গাভাসকরের পরবর্তী সময়ে ভারতীয় দলের সেরা ব্যাটার সচিন তেন্ডুলকর

১৯৮৭ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন সুনীল গাভাসকর। ১৯৮৯ সালে ভারতীয় দলের হয়ে প্রথমবার খেলেন সচিন তেন্ডুলকর। গাভাসকর-পরবর্তী সময়ে ভারতীয় দলের সেরা ব্যাটার হয়ে ওঠেন সচিন।

Image credits: Instagram
Bangla

সচিন তেন্ডুলকরকে একবার গলা টিপে মারার হুমকি দিয়েছিলেন সুনীল গাভাসকর

সুনীল গাভাসকর একবার সচিন তেন্ডুলকরকে হুমকি দিয়েছিলেন, ‘টেস্টে আমার ৩৪টি শতরানের রেকর্ড যদি না ভাঙতে পারো, তাহলে তোমাকে গলা টিপে মারব।’

Image credits: Instagram
Bangla

কিংবদন্তি সুনীল গাভাসকরের হুমকির মুখে পাল্টা রসিকতা করেছিলেন সচিন

সুনীল গাভাসকর যখন তাঁকে গলা টিপে মারার হুমকি দিয়েছিলেন, তখন সচিন তেন্ডুলকর পাল্টা রসিকতা করে বলেছিলেন, 'তখন কি আর আমার গলা টিপে ধরার মতো জোর থাকবে আপনার হাতে?'

Image credits: Instagram
Bangla

ক্রিকেটার হয়ে ওঠার স্বপ্ন দেখার সময় থেকেই সুনীল গাভাসকরের অনুরাগী সচিন

সচিন তেন্ডুলকরের ছোটবেলার নায়ক সুনীল গাভাসকর। তাঁকে আদর্শ করেই বেড়ে উঠেছেন সচিন। তিনি বরাবরই গাভাসকরের প্রতি শ্রদ্ধাশীল।

Image credits: Instagram
Bangla

সুনীল গাভাসকরের ছেলে রোহনের সঙ্গে জাতীয় দলে খেলেছেন সচিন তেন্ডুলকর

সুনীল গাভাসকরের সঙ্গে খেলা হয়নি সচিন তেন্ডুলকরের। তবে রোহন গাভাসকর যখন জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন, তখন একই দলে খেলেন সচিন।

Image credits: Instagram

৮ বছর ধরে কঠোর পরিশ্রম চালাচ্ছেন, ফিটনেস ধরে রাখতে মরিয়া বিরাট কোহলি

দেশের মাটিতে আন্তর্জাতিক ম্যাচে ৪০০ উইকেট, নতুন নজির শাকিব আল-হাসানের

বাংলাদেশের বিরুদ্ধে বিস্ফোরক ব্যাটিং কলকাতা নাইট রাইডার্সের তারকার

বদলে দিয়েছিলেন ভারতীয় দলকে, ফিরে দেখা সৌরভের নেতৃত্বে সেরা ৫ ম্যাচ