ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় দলে রাখা হয়নি অভিজ্ঞ পেসার মহম্মদ সামিকে। বিশ্রাম পেয়ে লন্ডনে বেড়াতে গিয়েছেন সামি।
ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে রাখা না হলেও, এশিয়া কাপ, ওডিআই বিশ্বকাপে ভারতীয় দলে থাকবেন মহম্মদ সামি। তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
ফিট হয়ে উঠলে এশিয়া কাপ, ওডিআই বিশ্বকাপে ভারতীয় দলে থাকবেন জসপ্রীত বুমরা। তবে তিনি দলে ফিরলেও ভারতীয় দলের পেস আক্রমণের অন্যতম ভরসা মহম্মদ সামি।
গত কয়েক বছর ধরেই প্রাক্তন স্ত্রী হাসিন জাহানের সঙ্গে আইনি লড়াই চলছে মহম্মদ সামির। তবে সামি বুঝিয়ে দিয়েছেন, তিনি এই বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন না।
মহম্মদ সামির বিরুদ্ধে পণের দাবিতে অত্যাচার, পারিবারিক হিংসা, বিবাহ বহির্ভূত সম্পর্ক, ম্যাচ গড়াপেটার অভিযোগ এনেছেন হাসিন জাহান।
কলকাতা হাইকোর্ট মহম্মদ সামির গ্রেফতারিতে স্থগিতাদেশ দিলেও, এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন হাসিন জাহান।
আদালতের নির্দেশে প্রাক্তন স্ত্রী হাসিন জাহানকে প্রতি মাসে খোরপোশ হিসেবে ১ লক্ষ ৩০ হাজার টাকা দিতে হচ্ছে মহম্মদ সামিকে।
মহম্মদ সামির বিরুদ্ধে প্রকাশ্যে একাধিক গুরুতর অভিযোগ এনেছেন হাসিন জাহান। তবে এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি মহম্মদ সামি।
জাতীয় দলের পাশাপাশি আইপিএল-এও ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন মহম্মদ সামি। তিনি এবারের আইপিএল-এও গুজরাট টাইটানসের হয়ে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন।
২০২৭ সালে পরবর্তী ওডিআই বিশ্বকাপে ভারতীয় দলে থাকবেন কি না স্পষ্ট নয়। সেই কারণে এবারের বিশ্বকাপে ভালো পারফরম্যান্স দেখানোর লক্ষ্যে মহম্মদ সামি।