রবিবার টেস্ট ক্রিকেটের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছেন রোহিত শর্মা, যশস্বী জয়সোয়াল, ঈশান কিষানরা।
রবিবার ১২.২ ওভারে ১০০ রান তুলে টেস্ট ক্রিকেটে নতুন রেকর্ড গড়েছে ভারতীয় দল।
পোর্ট অফ স্পেনে দ্বিতীয় ইনিংসে ভারতীয় দলের রান রেট ছিল ৭.৫৪, যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে কোনও একটি ইনিংসে সর্বাধিক।
২০১৭ সালে পাকিস্তানের বিরুদ্ধে ২ উইকেটে ২৪১ রান করে ইনিংস ডিক্লেয়ার করে অস্ট্রেলিয়া। রান রেট ছিল ৭.৫৩। সেই রেকর্ড ভেঙে দিল ভারত।
ভারত, অস্ট্রেলিয়া ছাড়া টেস্ট ক্রিকেটের ইতিহাসে কোনও একটি ইনিংসে ৭-এর বেশি রান রেট আছে শুধু ইংল্যান্ডের। তাঁদের সর্বাধিক রান রেট ৭.৩৬।
রবিবার ৩৫ বলে ৫০ রান পূর্ণ করেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। টেস্টে এটাই তাঁর দ্রুততম অর্ধশতরান।
রবিবার ৪৪ বলে ৫৭ রান করেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তাঁর ইনিংসে ছিল ৫টি বাউন্ডারি ও ৩টি ওভার-বাউন্ডারি।
রবিবার ৩৪ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন ভারতীয় দলের উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষান। টেস্টে এটাই তাঁর প্রথম অর্ধশতরান।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি টেস্ট ম্যাচে ভারতের দ্বিতীয় ইনিংসে ওপেনিং জুটিতে ৮.২৮ রান রেটে ১১.৫ ওভারে ৯৮ রান যোগ করেন রোহিত শর্মা ও যশস্বী জয়সোয়াল।
সোমবার ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট নিতে পারলেই টেস্ট সিরিজে ২-০ জয় পাবে ভারতীয় দল।