আইপিএল-এর প্লে-অফে ৫০ উইকেট নিয়ে নতুন রেকর্ড গড়লেন চেন্নাই সুপার কিংসের পেসার দীপক চাহার। রবিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে এই রেকর্ড গড়েন চাহার।
রবিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ভালো বোলিং করেন দীপক চাহার। তিনি আউট করেন জেসন রয়, রহমানউল্লাহ গুরবাজ ও ভেঙ্কটেশ আইয়ারকে। এই পারফরম্যান্সের মাধ্যমেই রেকর্ড গড়েন তিনি।
রবিবার চিপকে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে পাওয়ার প্লে-তেই ৩ উইকেট নেন দীপক চাহার। এর ফলেই তিনি অসাধারণ রেকর্ড গড়তে সক্ষম হন।
আইপিএল-এর পাওয়ার প্লে-তে যে বোলাররা সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন, সেই তালিকায় জায়গা করে নিয়েছেন দীপক চাহার।
আইপিএল-এর ইতিহাসে পঞ্চম বোলার হিসেবে পাওয়ার প্লে-তে ৫০ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন দীপক চাহার।
আইপিএল-এর ইতিহাসে দীপক চাহারের আগে পাওয়ার প্লে-তে ৫০ উইকেট নেওয়ার রেকর্ড আছে ভুবনেশ্বর কুমার, সন্দীপ শর্মা, উমেশ যাদব ও জাহির খানের। তাঁদের মধ্যে জাহির ছাড়া বাকিরা এখনও খেলছেন।
আইপিএল-এর ইতিহাসে এখনও পর্যন্ত পাওয়ার প্লে-তে ৫৯ উইকেট নিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের পেসার ভুবনেশ্বর কুমার। তিনিই এই তালিকায় সবার আগে।
নতুন বলে সবসময় ভালো বোলিং করেন দীপক চাহার। সেই কারণেই ২০২২-এর আইপিএল-এর নিলামে তাঁকে দলে ফেরায় চেন্নাই সুপার কিংস।
এবারের আইপিএল-এর শুরুতে হ্যামস্ট্রিংয়ে চোট পান চেন্নাই সুপার কিংসের পেসার দীপক চাহার। চোট সারিয়ে প্রথম একাদশে ফিরে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন তিনি।
কলকাতা নাইট রাইডার্সের কাছে হারের পর ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবলে দ্বিতীয় স্থানে চেন্নাই সুপার কিংস। প্লে-অফে যাওয়া প্রায় নিশ্চিত।