আইপিএল-এ ক্রিকেটাররা যেমন মাঠে একে অপরকে ব্যাট-বলের লড়াইয়ে টেক্কা দেওয়ার চেষ্টা করছেন, তেমনই মাঠের বাইরে আর্থিক লড়াইও চলছে। বিভিন্ন ক্ষেত্র থেকে আর্থিক সুযোগ পাচ্ছেন ক্রিকেটাররা।
চলতি আইপিএল-এ ১০টি ফ্র্যাঞ্চাইজির যে অধিনায়করা আছেন, তাঁদের মধ্যে সবচেয়ে বেশি আর্থিক সম্পদ রয়েছে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। তাঁর মোট সম্পত্তি ৮৬০ কোটি টাকার।
চলতি আইপিএল-এ সবচেয়ে ধনী অধিনায়কদের তালিকায় মহেন্দ্র সিং ধোনির পরেই আছেন মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক রোহিত শর্মা। তাঁর মোট আর্থিক সম্পদের পরিমাণ ১৪৭ কোটি টাকা।
পাঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধাওয়ানের মোট আর্থিক সম্পদের পরিমাণ ৯৬ কোটি টাকা। খেলার জন্য পারিশ্রমিকের পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকেও রোজগার হয় এই ক্রিকেটারের।
এবারের আইপিএল-এ সবচেয়ে অর্থবান অধিনায়কদের তালিকায় চতুর্থ স্থানে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানসের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তাঁর মোট আর্থিক সম্পদের পরিমাণ ৭৭ কোটি টাকা।
লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক কে এল রাহুলও এবারের আইপিএল-এ সবচেয়ে ধনী অধিনায়কদের তালিকায় আছেন। এই ব্যাটারের মোট আর্থিক সম্পদ ৭৫ কোটি টাকার। তিনি ধনী অধিনায়কদের তালিকায় ৫ নম্বরে।