Bangla

সাধারণ থেকে আইপিএলের বিস্ময়বালক রিঙ্কু সিং

উত্তরপ্রদেশের আলিগড়ে রিঙ্কুর বাড়ি। এই ক্রিকেটারের বাবা বাড়ি বাড়ি এলপিজি সিলিন্ডার সরবরাহ করেন। এলপিজি সংস্থার কোয়ার্টারেই থাকেন রিঙ্কুরা। এই ক্রিকেটারের দাদা অটোরিকশা চালান।

Bangla

সাধারণ থেকে আইপিএলের বিস্ময়বালক রিঙ্কু সিং

আইপিএল-এর নিলামে মুম্বই ইন্ডিয়ানসের সঙ্গে টানটান লড়াই করে ৮০ লক্ষ টাকা দিয়ে রিঙ্কুকে দলে নেয় কেকেআর। বাড়িতে বসে টেলিভিশনে নিলাম দেখছিলেন রিঙ্কু

Image credits: FB
Bangla

সাধারণ থেকে আইপিএলের বিস্ময়বালক রিঙ্কু সিং

তিনি বলেন, ‘আমি ভেবেছিলাম ২০ লক্ষ টাকা পাব। কিন্তু আমাকে ৮০ লক্ষ টাকা দিয়ে দলে নিয়েছে কেকেআর।

Image credits: FB
Bangla

সাধারণ থেকে আইপিএলের বিস্ময়বালক রিঙ্কু সিং

এত টাকা পেয়ে আমার মাথায় প্রথমেই ভাবনা আসে, আমি দাদার বিয়ের খরচ দিতে পারব। বোনের বিয়ের খরচও দিতে পারব। আমরা সবাই মিলে একটা ভালো বাড়িতে চলে যাব

Image credits: FB
Bangla

সাধারণ থেকে আইপিএলের বিস্ময়বালক রিঙ্কু সিং

গরিব পরিবারের সন্তান হয়ে ক্রিকেট খেলা একেবারেই সহজ ছিল না। পরিবারের কারও কাছ থেকে আর্থিক সাহায্য পাওয়ার সুযোগ ছিল না। বাবা খানচন্দও কোনওভাবেই সাহায্য করতে পারেননি।

Image credits: FB
Bangla

সাধারণ থেকে আইপিএলের বিস্ময়বালক রিঙ্কু সিং

রবিবার গুজরাট টাইটানসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের হয়ে এই ব্যাটারের অসাধারণ পারফরম্যান্স দেখে মুগ্ধ তাঁর বাবা। তিনি বলেছেন, ‘আমি রিঙ্কুকে কোনওভাবে সাহায্য করিনি।

Image credits: FB
Bangla

সাধারণ থেকে আইপিএলের বিস্ময়বালক রিঙ্কু সিং

আমি কোনওদিন একটা ব্যাটও কিনে দিইনি। ক্রিকেট খেলার জন্য অন্য কোনও কিছুই দিইনি। ক্রিকেট খেলা শুরু করার কিছুদিন পর ও স্টেডিয়ামে খেলতে শুরু করে। ও রান করতে শুরু করে

Image credits: FB
Bangla

সাধারণ থেকে আইপিএলের বিস্ময়বালক রিঙ্কু সিং

সেই সময় আমি ওকে লেখাপড়ায় জোর দিতে বলি। ওকে বলেছিলাম, ক্রিকেট খেলে কোনও লাভ হবে না। কিন্তু ও লেখাপড়ায় আদৌ মন দেয়নি। ও বিভিন্ন টুর্নামেন্টে রান করতে থাকে।

Image credits: FB
Bangla

সাধারণ থেকে আইপিএলের বিস্ময়বালক রিঙ্কু সিং

সবাই আমাকে বলতে শুরু করে, আপনার ছেলে ভালো খেলছে। তখন আমি ওকে বলি, তুমি ক্রিকেট খেলতে চাইলে ক্রিকেট খেলো।

Image credits: FB
Bangla

সাধারণ থেকে আইপিএলের বিস্ময়বালক রিঙ্কু সিং

শুক্রবার ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। অসাধারণ খেলা দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেম

Image credits: FB

IPL 2023: ২ বছর পর আইপিএল-এ অর্ধশতরান করেই বিরাটকে ছাপিয়ে গেলেন রোহিত

IPL 2023: গ্যালারিতে বসে গলা ফাটালেন, আরসিবি-র হারে হতাশ অনুষ্কা শর্মা

IPL 2023: রিঙ্কু সিংয়ের রেকর্ডের নেপথ্যে কেকেআর অধিনায়ক নীতীশ রানা

IPL 2023: প্রথম ওভারে ২০! দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নজির যশস্বীর