উত্তরপ্রদেশের আলিগড়ে রিঙ্কুর বাড়ি। এই ক্রিকেটারের বাবা বাড়ি বাড়ি এলপিজি সিলিন্ডার সরবরাহ করেন। এলপিজি সংস্থার কোয়ার্টারেই থাকেন রিঙ্কুরা। এই ক্রিকেটারের দাদা অটোরিকশা চালান।
আইপিএল-এর নিলামে মুম্বই ইন্ডিয়ানসের সঙ্গে টানটান লড়াই করে ৮০ লক্ষ টাকা দিয়ে রিঙ্কুকে দলে নেয় কেকেআর। বাড়িতে বসে টেলিভিশনে নিলাম দেখছিলেন রিঙ্কু
তিনি বলেন, ‘আমি ভেবেছিলাম ২০ লক্ষ টাকা পাব। কিন্তু আমাকে ৮০ লক্ষ টাকা দিয়ে দলে নিয়েছে কেকেআর।
এত টাকা পেয়ে আমার মাথায় প্রথমেই ভাবনা আসে, আমি দাদার বিয়ের খরচ দিতে পারব। বোনের বিয়ের খরচও দিতে পারব। আমরা সবাই মিলে একটা ভালো বাড়িতে চলে যাব
গরিব পরিবারের সন্তান হয়ে ক্রিকেট খেলা একেবারেই সহজ ছিল না। পরিবারের কারও কাছ থেকে আর্থিক সাহায্য পাওয়ার সুযোগ ছিল না। বাবা খানচন্দও কোনওভাবেই সাহায্য করতে পারেননি।
রবিবার গুজরাট টাইটানসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের হয়ে এই ব্যাটারের অসাধারণ পারফরম্যান্স দেখে মুগ্ধ তাঁর বাবা। তিনি বলেছেন, ‘আমি রিঙ্কুকে কোনওভাবে সাহায্য করিনি।
আমি কোনওদিন একটা ব্যাটও কিনে দিইনি। ক্রিকেট খেলার জন্য অন্য কোনও কিছুই দিইনি। ক্রিকেট খেলা শুরু করার কিছুদিন পর ও স্টেডিয়ামে খেলতে শুরু করে। ও রান করতে শুরু করে
সেই সময় আমি ওকে লেখাপড়ায় জোর দিতে বলি। ওকে বলেছিলাম, ক্রিকেট খেলে কোনও লাভ হবে না। কিন্তু ও লেখাপড়ায় আদৌ মন দেয়নি। ও বিভিন্ন টুর্নামেন্টে রান করতে থাকে।
সবাই আমাকে বলতে শুরু করে, আপনার ছেলে ভালো খেলছে। তখন আমি ওকে বলি, তুমি ক্রিকেট খেলতে চাইলে ক্রিকেট খেলো।
শুক্রবার ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। অসাধারণ খেলা দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেম