রবিবার মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স দেখালেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তারকা ব্যাটার বিরাট কোহলি। দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন তিনি।
রবিবার ১০ বল খেলে মাত্র ১ রান করেন মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক রোহিত শর্মা। সেখানে ৪৯ বলে ৮২ রান করে অপরাজিত থাকেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তারকা বিরাট কোহলি।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক ফাফ ডু প্লেসিও অসাধারণ ব্যাটিং করেন। ৪৩ বলে ৭৩ রান করেন আরসিবি অধিনায়ক। তাঁর ইনিংসে ছিল ৫টি বাউন্ডারি ও ৬টি ওভার-বাউন্ডারি।
মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে দলকে জেতানোর পর বিরাট কোহলি বলেছেন, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ট্রফি জিততে না পারলেও, অনেকবার প্লে-অফে খেলেছে। তাঁরা ধারাবাহিকতা দেখাচ্ছেন।
এবারের আইপিএল-এর প্রথম ম্যাচে যে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, পরবর্তী ম্যাচগুলিতেও সেই পারফরম্যান্স ধরে রাখাই বিরাট কোহলিদের কাছে চ্যালেঞ্জ।
মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে অসাধারণ ব্যাটিং করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে জেতানোর পর বড় দাদার মতো বিপক্ষ দলের জুনিয়র খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন বিরাট কোহলি।
মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে ৩ বল খেলে ১২ রান করে অপরাজিত থাকেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। তিনি জোড়া ওভার-বাউন্ডারি মারেন। প্রথম ম্যাচেই ঝলক দেখালেন তিনি।
রোহিত শর্মার কাছে জাতীয় দলের অধিনায়কত্ব হারিয়েছেন বিরাট কোহলি। সেই রোহিতের দলের বিরুদ্ধেই সেরা পারফরম্যান্স দেখিয়ে নিজেকে ফের প্রমাণ করলেন আরসিবি-র তারকা ব্যাটার।
আইপিএল-এর প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ানসের ব্যর্থতা অব্যাহত। এবারও রোহিত শর্মার দলের শুরুটা ভালো হল না। পরের ম্যাচ জিতে ঘুরে দাঁড়ানোই তাঁদের লক্ষ্য থাকবে।
রবিবার মুম্বই ইন্ডিয়ানসের হয়ে একা লড়াই করেন তিলক ভার্মা। কিন্তু বিরাট কোহলি ও ফাফ ডু প্লেসির পাল্টা লড়াইয়ের সুবাদে তিলকের অসামান্য লড়াই বিফলে গেল।