এবারের আইপিএল-এ রাজস্থান রয়্যালসের প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন অভিজ্ঞ লেগ-স্পিনার যুজবেন্দ্র চাহাল। আবেগ ধরে রাখতে পারেননি তাঁর স্ত্রী ধনশ্রী ভার্মা।
আইপিএল-এ ক্রিকেটের সঙ্গে গ্ল্যামারের যোগ শুরু থেকেই আছে। যুজবেন্দ্র চাহাল ও তাঁর স্ত্রী ধনশ্রী ভার্মা ক্রিকেট ও গ্ল্যামারের আদর্শ উদাহরণ। তাঁরা দু'জনেই জনপ্রিয়।
ধনশ্রী ভার্মার ফ্যাশন সেন্সের প্রশংসা করেন তাঁর অনুরাগীরা। বরাবরই অনুরাগীদের নতুন কিছু উপহার দেন ধনশ্রী। আইপিএল চলাকালীন ফের প্রশংসিত হচ্ছে ধনশ্রীর ফ্যাশন সেন্স।
কালো পোশাকে প্রায়ই ধনশ্রী ভার্মাকে দেখা যায়। শীতকালে অনেক সময়ই কালো পোশাকে দেখা যায় ধনশ্রীকে। তাঁকে কালো পোশাকে দেখতে পছন্দও করেন অনুরাগীরা।
ধনশ্রী ভার্মা সব ধরনের পোশাকেই সাবলীল। শাড়ি, ওয়েস্টার্ন, ফর্ম্যাল, সেমি-ফর্ম্যাল, সব ধরনের পোশাকেই মানায় ধনশ্রীকে। অনুরাগীরাও সবরকম পোশাকেই ধনশ্রীকে দেখতে পছন্দ করেন।
ধনশ্রী ভার্মা ও যুজবেন্দ্র চাহাল সারা বছরই নিজেদের জগতে ব্যস্ত থাকেন। তাঁরা কিছুটা অবসর পেলেই একসঙ্গে ছুটি কাটাতে যান। সমুদ্রতীর ধনশ্রীর বিশেষ পছন্দের জায়গা।
লেগ-স্পিনের পাশাপাশি যুজবেন্দ্র চাহালের প্যাশন ছবি তোলা। জাতীয় দল বা আইপিএল ফ্র্যাঞ্চাইজির সঙ্গে থাকার সময়ও ছবি তোলেন চাহাল। বেড়াতে গিয়েও ছবি তুলতে দেখা যায় তাঁকে।
এবারের আইপিএল-এ রাজস্থান রয়্যালসের প্রথম ম্যাচে ১৭ রান দিয়ে ৪ উইকেট নেন যুজবেন্দ্র চাহাল। তাঁর এই পারফরম্যান্স দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন স্ত্রী ধনশ্রী ভার্মা।
বুধবার এবারের আইপিএল-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে পাঞ্জাব কিংসের মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালস। এই ম্যাচেও গ্যালারিতে থাকছেন ধনশ্রী ভার্মা। তিনি দর্শকদের মাতিয়ে দিতে তৈরি।
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৪ উইকেট নিয়ে অসাধারণ নজির গড়েছেন যুজবেন্দ্র চাহাল। প্রথম ভারতীয় বোলার হিসেবে টি-২০ ফর্ম্যাটে ৩০০ উইকেট নিলেন চাহাল। স্বভাবতই খুশি ধনশ্রী ভার্মা।