এবারের আইপিএল-এ কোনও ম্যাচের প্রথম ওভারে সবচেয়ে বেশি রানের নজির গড়লেন রাজস্থান রয়্যালসের ওপেনার যশস্বী জয়সোয়াল। তিনি প্রথম ওভারে ২০ রান করেন।
দিল্লি ক্যাপিটালসের পেসার খলিল আহমেদের প্রথম ওভারে পরপর ৩ বলে বাউন্ডারি মেরে ইনিংসের শুরু করেন যশস্বী জয়সোয়াল। চতুর্থ বলে রান হয়নি। পরের ২ বলে ফের বাউন্ডারি মারেন যশস্বী।
৩১ বলে ৬০ বিধ্বসংসী ইনিংস খেলে বাংলার পেসার মুকেশ কুমারের বলে তাঁরই হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন যশস্বী জয়সোয়াল। তাঁর ইনিংসে ছিল ১১টি বাউন্ডারি ও ১টি ওভার-বাউন্ডারি।
এবারের আইপিএল-এই সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে অর্ধশতরান করেন যশস্বী জয়সোয়াল। সেই ম্যাচে ৩৭ বলে ৫৪ রান করেন ২১ বছরের এই ব্যাটার। সেদিন তিনি ৯টি বাউন্ডারি মারেন।
প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে অর্ধশতরান করার পর দ্বিতীয় ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে বড় রান পাননি যশস্বী জয়সোয়াল। সেই ম্যাচে তিনি ১১ রান করেন।
লিস্ট এ ম্যাচে ৭ উইকেট রয়েছে যশস্বী জয়সোয়ালের। তিনি ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং অনুশীলনও করেন। ভবিষ্যতে অলরাউন্ডার হিসেবে প্রতিষ্ঠা পাওয়াই এই তরুণের লক্ষ্য।
বিশ্বের সবচেয়ে কমবয়সি ক্রিকেটার হিসেবে লিস্ট এ ম্যাচে দ্বিশতরান করার রেকর্ড গড়েছেন যশস্বী জয়সোয়াল। সিনিয়র পর্যায়েও সাফল্য পাচ্ছেন এই তরুণ ব্যাটার।
২০২০ সালের আইপিএল-এর নিলামে যশস্বী জয়সোয়ালকে নেয় রাজস্থান রয়্যালস। এই ফ্র্যাঞ্চাইজির হয়ে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন তরুণ ব্যাটার।
প্রথম শ্রেণির ম্যাচে ২টি শতরান ও ৯টি অর্ধশতরান করেছেন যশস্বী জয়সোয়াল। এই তরুণ ক্রিকেটার যেভাবে খেলে চলেছেন, তাতে ভবিষ্যতে ভারতীয় দলের সম্পদ হয়ে উঠতে পারেন।
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করতে নেমে ৪ উইকেটে ১৯৯ রান করল রাজস্থান রয়্যালস। যশস্বী জয়সোয়ালের ৬০ রানের পাশাপাশি ৭৯ রান করেন জস বাটলার।