Bangla

ফের এক অভিনেত্রীর প্রেমে মজেছেন পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক

সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদ, সানা জাভেদের সঙ্গে বিয়ের পর এবার নওয়াল সইদ নামে এক অভিনেত্রীর সঙ্গে শোয়েব মালিকের নাম জড়াল।

Bangla

অভিনত্রী নওয়াল সইদের রূপে মজেছেন পাকিস্তানের বেশ কয়েকজন ক্রিকেটার

পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে খবর, শুধু শোয়েব মালিকই নন, আরও কয়েকজন ক্রিকেটার নওয়াল সইদের মন জয়ের চেষ্টা শুরু করেছেন।

Image credits: Instagram
Bangla

পাকিস্তানের বেশ কয়েকজন ক্রিকেটারের কাছ থেকে বার্তা পেয়েছেন নওয়াল সইদ

একটি টেলিভিশন শোয়ে নওয়াল সইদ জানিয়েছেন, পাকিস্তানের একাধিক ক্রিকেটারের কাছ থেকে তিনি বিশেষ বার্তা পেয়েছেন।

Image credits: Instagram
Bangla

পাকিস্তানের ক্রিকেটারদের আচরণে বিরক্ত, প্রকাশ্যে জানিয়েছেন নওয়াল সইদ

পাকিস্তানের ক্রিকেটাররা তাঁকে যে ধরনের বার্তা পাঠিয়েছেন, সেসব ভালোভাবে নিচ্ছেন না নওয়াল সইদ। তিনি জানিয়েছেন, ক্রিকেটারদের আচরণে বিরক্ত।

Image credits: Instagram
Bangla

পাকিস্তানের ক্রিকেটারদের সবসময় আদর্শ আচরণ করা উচিত, মত নওয়াল সইদের

নওয়াল সইদ বলেছেন, ‘ক্রিকেটারদের এরকম করা উচিত নয়। মানুষের কাছে অভিনেতাদের চেয়ে ক্রিকেটার বা ক্রীড়াবিদরাই বেশি আদর্শবান। ফলে তাঁদের এই ধরনের বার্তা পাঠানো উচিত নয়।’

Image credits: Instagram
Bangla

শোয়েব মালিকের প্রেমের বার্তায় সাড়া দিচ্ছেন না, স্পষ্ট করলেন নওয়াল সইদ

শোয়েব মালিকও তাঁকে প্রেমের বার্তা পাঠিয়েছেন কি না, এই প্রশ্নের জবাবে সরাসরি কোনও মন্তব্য করেননি নওয়াল সইদ। তবে তিনি বুঝিয়ে দিয়েছেন, এই ক্রিকেটারের কাছ থেকে আপত্তিকর বার্তা পেয়েছেন।

Image credits: Instagram
Bangla

পাকিস্তানে ছোটপর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী ও মডেল নওয়াল সইদ

২০১৭ সাল থেকে পাকিস্তানের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত ধারাবাহিকে অভিনয় করছেন নওয়াল সইদ। তিনি টেলিফিল্ম, চলচ্চিত্রেও অভিনয় করেছেন।

Image credits: Instagram
Bangla

করাচি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়েছেন নওয়াল সইদ, তিনি ব্যক্তিত্বময়ী

পাকিস্তানের বেশিরভাগ ক্রিকেটারই উচ্চশিক্ষিত নন। নওয়াল সইদ করাচি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। ফলে ক্রিকেটারদের সঙ্গে তাঁর রুচির মিল হওয়া কঠিন।

Image credits: Instagram

IPL 2024: 'লুঙ্গি', 'দর্জি', 'নুন', ক্রিকেটারদের নাম নিয়ে হাসিঠাট্টা

Angkrish Raghuvanshi: অভিষেকেই নজর কাড়লেন, নতুন তারকা অঙ্ককৃশ রঘুবংশী

IPL: ধোনি, ধাওয়ান, কার্তিক, উমেশ, আইপিএল-এ নজরে থাকবেন এই 'বয়স্করা'

Dinesh Karthik: এবারই শেষ, আরসিবি-র হয়ে খেলেই অবসর দীনেশ কার্তিকের