২০১১ সালে ওডিআই বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন বিরাট কোহলি। এবারও বিশ্বকাপ জয়ের লক্ষ্যে খেলতে নেমেছিলেন বিরাট। কিন্তু তাঁর পক্ষে দলকে চ্যাম্পিয়ন করা সম্ভব হল না।
কপিল দেব নিখাঞ্জ ও মহেন্দ্র সিং ধোনির পর তৃতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে খেলতে নেমেছিলেন রোহিত শর্মা। কিন্তু তিনি দলকে জেতাতে পারলে না।
এবারের ওডিআই বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন ভারতীয় দলের অভিজ্ঞ পেসার মহম্মদ শামি। ৭ ম্যাচ খেলে ২৪ উইকেট নেন এই পেসার।
২০২৭ সালে পরবর্তী ওডিআই বিশ্বকাপে হয়তো আর খেলার সুযোগ পাবেন না মহম্মদ শামি। এবারই হয়তো কেরিয়ারের শেষ ওডিআই বিশ্বকাপ খেলে ফেললেন এই পেসার।
এবারের ওডিআই বিশ্বকাপে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন ভারতীয় দলের উইকেটকিপার-ব্যাটার কে এল রাহুল।
এবারের ওডিআই বিশ্বকাপে নতুন বলে অসাধারণ বোলিং করেছেন জসপ্রীত বুমরা। তিনি কেন বিশ্বের অন্যতম সেরা বোলার, সেটা ফের বুঝিয়ে দিয়েছেন।
ভারত ও অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সম্পর্ক বেশ ভালো। ওডিআই বিশ্বকাপ ফাইনালের পরেও সেই সুসম্পর্ক দেখা গিয়েছে।
১৯৮৭ সালে ভারতের মাটিতেই প্রথমবার ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। এবার ভারতেই ষষ্ঠবার ওডিআই বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়া।