Bangla

স্মৃতি মন্ধানার নতুন কীর্তি

একের পর এক নতুন রেকর্ড গড় চলেছেন তিনি। 

Bangla

এবার আরও একটি বড় রেকর্ড ছুঁয়ে ফেললেন মান্ধানা

অধিনায়ক হিসেবে নয়া রেকর্ড। 

Image credits: Insta/indiancricketteam
Bangla

একদিনের ম্যাচে কৃতিত্ব

স্মৃতি মন্ধানা এই মুহূর্তে ত্রিদেশীয় সিরিজে ভারতীয় মহিলা ক্রিকেট দলের হয়ে খেলছেন। শ্রীলঙ্কার মাটিতে ভারত, শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকা খেলতে নেমেছে।

Image credits: ANI
Bangla

নতুন রেকর্ড গড়লেন

হরমনপ্রীত কৌর এবং দীপ্তি শর্মার সঙ্গে একই তালিকায় নাম লেখালেন স্মৃতি।

Image credits: ANI
Bangla

কোন রেকর্ড?

তাঁর নামের পাশে এখন ১০০টি ওয়ানডে এবং ১০০ টি-টোয়েন্টি ম্যাচ খেলার রেকর্ড রয়েছে। তিনিই হলেন তৃতীয় ভারতীয় মহিলা ক্রিকেটার, যিনি এই কীর্তি অর্জন করলেন।

Image credits: ANI
Bangla

স্মৃতি মন্ধানার আগে ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌরের নাম রয়েছে

যিনি ১৪৪টি ওয়ানডে এবং ১৭৮ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

Image credits: ANI
Bangla

টি-টোয়েন্টিতে স্মৃতি এখন পর্যন্ত মোট ১৪৮ ম্যাচ খেলেছেন

এক্ষেত্রে তিনি হরমনপ্রীতের চেয়ে অনেকটাই এগিয়ে। 

Image credits: ANI
Bangla

আর শ্রীলঙ্কার বিরুদ্ধে খেললেন ১০০ তম ওয়ানডে ম্যাচটি

স্মৃতি মান্ধানার অভিষেক হয় গত ৫ এপ্রিল, ২০১৩ সালে বাংলাদেশের। ইতিমধ্যেই ৭টি টেস্ট, ১০০টি ওয়ানডে এবং ১৪৮ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছেন তিনি।

Image credits: ANI

Jasprit Sanjana: স্ত্রী সঞ্জনার জন্মদিনে কী বার্তা দিলেন বুমরা?

Riyan Parag: রাজস্থান রয়্যালসের অধিনায়ক পরাগের শিক্ষাগত যোগ্যতা জানেন?

Avneet Kaur: বিরাট কোহলির 'ভুল' লাইকেই রাতারাতি বিপুল লাভ অবনীত কউরের

দল হারলেও লাভবন শচীন কন্যা সারা, পেলেন কোটি টাকার প্রাইজ