Bangla

পেশাদার ক্রিকেট থেকে অবসরের এক দশক পরেও বিপুল রোজগার সচিন তেন্ডুলকরের

ক্রিকেটের কিংবদন্তি সচিন তেন্ডুলকর প্রায় ১,২৫০ কোটি টাকার মালিক। পেশাদার ক্রিকেট থেকে অবসরের পরেও তাঁর রোজগার কমছে না। ২০২২ সালে ৫০ কোটি টাকা রোজগার করেন তিনি।

Bangla

মুম্বইয়ে একাধিক বিলাসবহুল বাংলো, অ্যাপার্টমেন্টের মালিক সচিন তেন্ডুলকর

মুম্বইয়ের বান্দ্রা-কুর্লায় ৭.১৫ কোটি টাকা দামের অ্যাপার্টমেন্ট আছে সচিন তেন্ডুলকরের। এছাড়া বান্দ্রায় ৭৮ কোটি টাকার বাংলোও রয়েছে।

Image credits: social media
Bangla

সচিন তেন্ডুলকরের গ্যারাজে সারা বিশ্বের বিলাসবহুল ব্র্যান্ডের গাড়ি

বিএমডব্লু আই ৮, পোরশে কেয়ানি-সহ বিশ্ববিখ্যাত বিভিন্ন ব্র্যান্ডের গাড়ির মালিক সচিন তেন্ডুলকর।

Image credits: social media
Bangla

শেয়ার বাজারে বিনিয়োগের মাধ্যমেও বিপুল অর্থ লাভ হয়েছে সচিন তেন্ডুলকরের

আজাদ ইঞ্জিনিয়ারিংয়ের শেয়ারে ৫ কোটি টাকা বিনিয়োগ করে ৫৩১ শতাংশ রিটার্ন পেয়েছেন সচিন তেন্ডুলকর।

Image credits: social media
Bangla

ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকেও বিপুল অর্থ রোজগার করেন সচিন তেন্ডুলকর

বিএমডব্লু, অ্যাডিডাস, পেপসি, টিভিএস, কোকাকোলা, ক্যানন, ভিসা, বাজাজ, এয়ারটেল, ক্যাস্ট্রল, কোলগেট-সহ বহু ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকে বিপুল অর্থ রোজগার করেছেন সচিন তেন্ডুলকর।

Image credits: social media
Bangla

বিভিন্ন লিগে ফ্র্যাঞ্চাইজিতেও অর্থ বিনিয়োগ করেছেন সচিন তেন্ডুলকর

আইএসএল-এ কেরালা ব্লাস্টার্সের অন্যতম কর্ণধার সচিন তেন্ডুলকর। এছাড়া প্রিমিয়ার ব্যাডমিন্টন লিগে বেঙ্গালুরু ব্লাস্টার্স এবং টেনিস প্রিমিয়ার লিগে মুম্বই ফ্র্যাঞ্চাইজিরও মালিক তিনি।

Image credits: social media
Bangla

এবারের আইপিএল-এও মুম্বই ইন্ডিয়ানসের সঙ্গে যুক্ত সচিন তেন্ডুলকর

পেশাদার ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেও আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ানসের সঙ্গে যুক্ত সচিন তেন্ডুলকর।

Image credits: social media
Bangla

এবারের আইপিএল-এ এখনও খেলার সুযোগ পাননি সচিনের ছেলে অর্জুন তেন্ডুলকর

সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন তেন্ডুলকর চলতি আইপিএল-এ মাঠের বাইরেই বসে আছেন। তাঁকে খেলার সুযোগ দেয়নি মুম্বই ইন্ডিয়ানস।

Image credits: social media

Shoaib Malik: নতুন বিয়েতেও মন ভরছে না! ফের এক অভিনেত্রীতে বুঁদ শোয়েব!

IPL 2024: 'লুঙ্গি', 'দর্জি', 'নুন', ক্রিকেটারদের নাম নিয়ে হাসিঠাট্টা

Angkrish Raghuvanshi: অভিষেকেই নজর কাড়লেন, নতুন তারকা অঙ্ককৃশ রঘুবংশী

IPL: ধোনি, ধাওয়ান, কার্তিক, উমেশ, আইপিএল-এ নজরে থাকবেন এই 'বয়স্করা'