ক্রিকেটের কিংবদন্তি সচিন তেন্ডুলকর প্রায় ১,২৫০ কোটি টাকার মালিক। পেশাদার ক্রিকেট থেকে অবসরের পরেও তাঁর রোজগার কমছে না। ২০২২ সালে ৫০ কোটি টাকা রোজগার করেন তিনি।
মুম্বইয়ের বান্দ্রা-কুর্লায় ৭.১৫ কোটি টাকা দামের অ্যাপার্টমেন্ট আছে সচিন তেন্ডুলকরের। এছাড়া বান্দ্রায় ৭৮ কোটি টাকার বাংলোও রয়েছে।
বিএমডব্লু আই ৮, পোরশে কেয়ানি-সহ বিশ্ববিখ্যাত বিভিন্ন ব্র্যান্ডের গাড়ির মালিক সচিন তেন্ডুলকর।
আজাদ ইঞ্জিনিয়ারিংয়ের শেয়ারে ৫ কোটি টাকা বিনিয়োগ করে ৫৩১ শতাংশ রিটার্ন পেয়েছেন সচিন তেন্ডুলকর।
বিএমডব্লু, অ্যাডিডাস, পেপসি, টিভিএস, কোকাকোলা, ক্যানন, ভিসা, বাজাজ, এয়ারটেল, ক্যাস্ট্রল, কোলগেট-সহ বহু ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকে বিপুল অর্থ রোজগার করেছেন সচিন তেন্ডুলকর।
আইএসএল-এ কেরালা ব্লাস্টার্সের অন্যতম কর্ণধার সচিন তেন্ডুলকর। এছাড়া প্রিমিয়ার ব্যাডমিন্টন লিগে বেঙ্গালুরু ব্লাস্টার্স এবং টেনিস প্রিমিয়ার লিগে মুম্বই ফ্র্যাঞ্চাইজিরও মালিক তিনি।
পেশাদার ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেও আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ানসের সঙ্গে যুক্ত সচিন তেন্ডুলকর।
সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন তেন্ডুলকর চলতি আইপিএল-এ মাঠের বাইরেই বসে আছেন। তাঁকে খেলার সুযোগ দেয়নি মুম্বই ইন্ডিয়ানস।