শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারার রানের রেকর্ড ছাপিয়ে গেলেন ইংল্যান্ডের ব্যাটার জো রুট।
এতদিন টেস্ট ক্রিকেটের ইতিহাসে সপ্তম সর্বাধিক রানের রেকর্ড ছিল ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারার দখলে। শনিবার তাঁকে ছাপিয়ে গেলেন ইংল্যান্ডের জো রুট।
টেস্ট ক্রিকেটে ব্রায়ান লারার মোট রান ১১,৯৫৩। শনিবার ইংল্যান্ডের প্রথম ইনিংসের ১৪-তম ওভারে জেডেন সিলসের বলে রান করার মাধ্যমে লারাকে ছাপিয়ে গেলেন জো রুট।
ইংল্যান্ডের প্রথম ইনিংসের ১০ নম্বর ওভারে জেডন সিলসের বলে জো রুটের বিরুদ্ধে এলবিডব্লুর আবেদন করেন ওয়েস্ট ইন্ডিজের ফিল্ডাররা। কিন্তু তাঁরা রিভিউ নেননি। ফলে সুবিধা হয় রুটের।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে টেস্ট ক্রিকেটে দশম সর্বাধিক রান সংগ্রহকারী ছিলেন জো রুট। তৃতীয় টেস্টেই তিনি সপ্তম স্থানে উঠে এলেন।
ট্রেন্ট ব্রিজে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে ৩২-তম শতরান করার মাধ্যমে মাহেলা জয়বর্ধনে ও শিবনারায়ণ চন্দ্রপলের মোট রানের রেকর্ড ছাপিয়ে যান জো রুট।
টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। তিনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি সিরিজে সবচেয়ে বেশি রান করেছেন।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে মোট রান ও শতরানের হিসেবে সবার চেয়ে এগিয়ে জো রুট।