টেস্ট ক্রিকেটে মোট রানের হিসেবে ব্রায়ান লারাকে ছাপিয়ে গেলেন জো রুট
শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারার রানের রেকর্ড ছাপিয়ে গেলেন ইংল্যান্ডের ব্যাটার জো রুট।
Cricket Jul 27 2024
Author: Soumya Gangully Image Credits:Instagram
Bangla
টেস্ট ক্রিকেটের ইতিহাসে সপ্তম সর্বাধিক রানের রেকর্ড গড়লেন জো রুট
এতদিন টেস্ট ক্রিকেটের ইতিহাসে সপ্তম সর্বাধিক রানের রেকর্ড ছিল ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারার দখলে। শনিবার তাঁকে ছাপিয়ে গেলেন ইংল্যান্ডের জো রুট।
Image credits: Instagram
Bangla
শনিবার ইংল্যান্ডের প্রথম ইনিংসের ১৪-তম ওভারে লারাকে ছাপিয়ে গেলেন রুট
টেস্ট ক্রিকেটে ব্রায়ান লারার মোট রান ১১,৯৫৩। শনিবার ইংল্যান্ডের প্রথম ইনিংসের ১৪-তম ওভারে জেডেন সিলসের বলে রান করার মাধ্যমে লারাকে ছাপিয়ে গেলেন জো রুট।
Image credits: Instagram
Bangla
জেডন সিলসের বলে ওয়েস্ট ইন্ডিজ রিভিউ না নেওয়ায় সুবিধা পেয়ে যান জো রুট
ইংল্যান্ডের প্রথম ইনিংসের ১০ নম্বর ওভারে জেডন সিলসের বলে জো রুটের বিরুদ্ধে এলবিডব্লুর আবেদন করেন ওয়েস্ট ইন্ডিজের ফিল্ডাররা। কিন্তু তাঁরা রিভিউ নেননি। ফলে সুবিধা হয় রুটের।
Image credits: Instagram
Bangla
টেস্টে দশম সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটার থেকে সপ্তম হয়ে গেলেন জো রুট
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে টেস্ট ক্রিকেটে দশম সর্বাধিক রান সংগ্রহকারী ছিলেন জো রুট। তৃতীয় টেস্টেই তিনি সপ্তম স্থানে উঠে এলেন।