হার্দিক পান্ডিয়া ও নাতাশা স্ট্যানকোভিচের সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরে জল্পনা চলছিল। বৃহস্পতিবার হার্দিক জানিয়ে দিয়েছেন, তাঁদের বিচ্ছেদ হয়ে গিয়েছে।
কয়েকদিন আগেই ভারত ছেড়ে নিজের দেশ সার্বিয়ায় ফিরে গিয়েছেন নাতাশা স্ট্যানকোভিচ। তিনি হয়তো আর মুম্বইয়ে ফিরবেন না।
বিভিন্ন নামী বহুজাতিক সংস্থার হয়ে মডেলিং করেছেন নাতাশা স্ট্যানকোভিচ। তিনি নাচেও অত্যন্ত দক্ষ। বলিউডের ছবিতে অভিনয়ও করেছেন নাতাশা।
বলিউডে বেশ কয়েকটি ছবিতে ক্যামিও, আইটেম সংয়ে দেখা গিয়েছে নাতাশা স্ট্যানকোভিচকে। তিনি বিগ বস ৮ ও নাচ বলিয়ে ৯-এর প্রতিযোগী ছিলেন।
সার্বিয়ার ব্যালে হাইস্কুলে পড়াশোনা করার পর বেলগ্রেড আর্ট ইউনিভার্সিটিতে পোস্ট গ্র্যাজুয়েশন করেছেন নাতাশা স্ট্যানকোভিচ।
নাতাশা স্ট্যানকোভিচের বাবা-মা এখনও সার্বিয়াতেই থাকেন। তাঁদের কাছেই ফিরে গিয়েছেন নাতাশা। তিনি এবার সার্বিয়াতেই থাকতে পারেন।
২০১৮ সালে হার্দিক পান্ডিয়ার সঙ্গে আলাপ হয় নাতাশা স্ট্যানকোভিচের। এরপর ২০২০ সালে ফের তাঁদের দেখা হয়। এরপর তাঁরা ঘনিষ্ঠ হয়ে পড়েন।
করোনাভাইরাস লকডাউনের সময় প্রথমে বিয়ে করেন হার্দিক পান্ডিয়া-নাতাশা স্ট্যানকোভিচ। এরপর তাঁরা সন্তান অগস্ত্যকে নিয়ে ফের বিয়ে করেন।
একটি যুগের অবসান! ২২ গজকে বিদায় ইংল্যান্ড পেসার জেমস অ্যান্ডারসনের
Virat Kohli: পাঞ্জাবের বিরুদ্ধে অসাধারণ ব্যাটিং, নতুন নজির বিরাটের
Sachin Tendulkar: কত টাকার মালিক সচিন? জন্মদিনে প্রকাশ্যে এল খতিয়ান
Shoaib Malik: নতুন বিয়েতেও মন ভরছে না! ফের এক অভিনেত্রীতে বুঁদ শোয়েব!