Bangla

অনেকদিন ধরেই হার্দিক-নাতাশার সম্পর্ক নিয়ে টানাপোড়েনের পর বিচ্ছেদ হল

হার্দিক পান্ডিয়া ও নাতাশা স্ট্যানকোভিচের সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরে জল্পনা চলছিল। বৃহস্পতিবার হার্দিক জানিয়ে দিয়েছেন, তাঁদের বিচ্ছেদ হয়ে গিয়েছে।

Bangla

বিচ্ছেদের কথা ঘোষণা করার আগেই ভারত ছেড়ে সার্বিয়ায় ফিরেছেন নাতাশা

কয়েকদিন আগেই ভারত ছেড়ে নিজের দেশ সার্বিয়ায় ফিরে গিয়েছেন নাতাশা স্ট্যানকোভিচ। তিনি হয়তো আর মুম্বইয়ে ফিরবেন না।

Image credits: Natasa Stankovic/instagram
Bangla

সার্বিয়ার নামী মডেল ও নৃত্যশিল্পী নাতাশা স্ট্যানকোভিচ অভিনয়েও দক্ষ

বিভিন্ন নামী বহুজাতিক সংস্থার হয়ে মডেলিং করেছেন নাতাশা স্ট্যানকোভিচ। তিনি নাচেও অত্যন্ত দক্ষ। বলিউডের ছবিতে অভিনয়ও করেছেন নাতাশা।

Image credits: Natasa Stankovic/instagram
Bangla

টেলিভিশন শো বিগ বস ৮ ও নাচ বলিয়ে ৯-এ দেখা গিয়েছে নাতাশা স্ট্যানকোভিচকে

বলিউডে বেশ কয়েকটি ছবিতে ক্যামিও, আইটেম সংয়ে দেখা গিয়েছে নাতাশা স্ট্যানকোভিচকে। তিনি বিগ বস ৮ ও নাচ বলিয়ে ৯-এর প্রতিযোগী ছিলেন।

Image credits: Natasa Stankovic/instagram
Bangla

সার্বিয়ার উচ্চশিক্ষিত, সম্ভ্রান্ত পরিবারের সন্তান নাতাশা স্ট্যানকোভিচ

সার্বিয়ার ব্যালে হাইস্কুলে পড়াশোনা করার পর বেলগ্রেড আর্ট ইউনিভার্সিটিতে পোস্ট গ্র্যাজুয়েশন করেছেন নাতাশা স্ট্যানকোভিচ।

Image credits: Instagram
Bangla

ভারত থেকে সার্বিয়ায় ফিরে যাওয়ার পর এবার সেখানেই থাকতে পারেন নাতাশা

নাতাশা স্ট্যানকোভিচের বাবা-মা এখনও সার্বিয়াতেই থাকেন। তাঁদের কাছেই ফিরে গিয়েছেন নাতাশা। তিনি এবার সার্বিয়াতেই থাকতে পারেন।

Image credits: Instagram
Bangla

২০১৮ সালে এক ক্লাবে হার্দিক পান্ডিয়ার সঙ্গে আলাপ নাতাশা স্ট্যানকোভিচের

২০১৮ সালে হার্দিক পান্ডিয়ার সঙ্গে আলাপ হয় নাতাশা স্ট্যানকোভিচের। এরপর ২০২০ সালে ফের তাঁদের দেখা হয়। এরপর তাঁরা ঘনিষ্ঠ হয়ে পড়েন।

Image credits: Instagram
Bangla

একাধিকবার বিয়ের অনুষ্ঠানের পরেও হার্দিক-নাতাশার বিবাহ বিচ্ছেদ হয়ে গেল

করোনাভাইরাস লকডাউনের সময় প্রথমে বিয়ে করেন হার্দিক পান্ডিয়া-নাতাশা স্ট্যানকোভিচ। এরপর তাঁরা সন্তান অগস্ত্যকে নিয়ে ফের বিয়ে করেন।

Image credits: Instagram

একটি যুগের অবসান! ২২ গজকে বিদায় ইংল্যান্ড পেসার জেমস অ্যান্ডারসনের

Virat Kohli: পাঞ্জাবের বিরুদ্ধে অসাধারণ ব্যাটিং, নতুন নজির বিরাটের

Sachin Tendulkar: কত টাকার মালিক সচিন? জন্মদিনে প্রকাশ্যে এল খতিয়ান

Shoaib Malik: নতুন বিয়েতেও মন ভরছে না! ফের এক অভিনেত্রীতে বুঁদ শোয়েব!