বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অসাধারণ ইনিংস খেলে টেস্টে ৫,০০০ রান পূর্ণ করেছেন অজিঙ্কা রাহানে। ১৩-তম ভারতীয় হিসেবে এই নজির গড়েছেন তিনি।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে ১২৯ বলে ৮৯ রান করেন অজিঙ্কা রাহানে। তাঁর ইনিংসে ছিল ১১টি বাউন্ডারি ও ১টি ওভার-বাউন্ডারি।
দীর্ঘ ক্রিকেট কেরিয়ারে অনেক নজিরই গড়েছেন ডান হাতি ব্যাটার অজিঙ্কা রাহানে। এবার তিনি আরও একটি অসামান্য নজির গড়ার মুখে।
প্রথম শ্রেণির ক্রিকেটে ১৩ হাজার রান পূর্ণ করা থেকে মাত্র ৪৬ রান দূরে অজিঙ্কা রাহানে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেই তিনি এই নজির গড়তে পারেন।
প্রথম শ্রেণির ক্রিকেটে এখনও পর্যন্ত ৩০২ ইনিংস খেলে ১২,৯৫৪ রান করেছেন অজিঙ্কা রাহানে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসেও ভালো পারফরম্যান্স দেখাতে তৈরি এই ব্যাটার।
দেড় বছর পর জাতীয় দলে ফিরেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন অজিঙ্কা রাহানে। তাঁর এই পারফরম্যান্স দেখে আবেগ ধরে রাখতে পারছেন না স্ত্রী রাধিকা।
সোশ্যাল মিডিয়ায় অজিঙ্কা রাহানের স্ত্রী লিখেছেন, তিনি স্বামীর লড়াকু মানসিকতা এবং দলের জন্য সর্বস্ব উজাড় করে দেওয়া নিয়ে গর্বিত।
আঙুলে চোট নিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলছেন অজিঙ্কা রাহানে। তিনি স্ক্যান করাতেও রাজি হননি। সোশ্যাল মিডিয়া পোস্টে এমনই জানিয়ছেন স্ত্রী রাধিকা।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম ইনিংসে ভারতীয় দলের ভদ্রস্থ স্কোরের পিছনে সবচেয়ে বড় অবদান আছে অজিঙ্কা রাহানে, শার্দুল ঠাকুর ও রবীন্দ্র জাদেজার।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার লিড প্রায় ৪০০ হয়ে গিয়েছে। ফলে ভারতীয় দলের জয়ের আশা প্রায় নেই। হার বাঁচাতে হলে অজিঙ্কা রাহানেকে ফের লড়াই করতে হবে।