বৃহস্পতিবার কেনিংটন ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের বিরুদ্ধে ১২১ রান করেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভ স্মিথ। টেস্টে এটি তাঁর ৩১-তম শতরান।
বৃহস্পতিবার কেনিংটন ওভালে টেস্টে ভারতের বিরুদ্ধে নবম শতরান করলেন স্টিভ স্মিথ। টেস্টে ভারতের বিরুদ্ধে ২,০০০-এর বেশি রানও হয়ে গেল এই তারকা ব্যাটারের।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম দিনের শেষে ৯৫ রানে অপরাজিত ছিলেন স্টিভ স্মিথ। দ্বিতীয় দিনের প্রথম ওভারেই মহম্মদ সিরাজের বলে পরপর ২টি বাউন্ডারি মেরে শতরান করেন তিনি।
ভারত-অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচে সবচেয়ে বেশি শতরান করা ব্যাটারদের তালিকায় বিরাট কোহলি ও রিকি পন্টিংকে টপকে গেলেন স্টিভ স্মিথ। তাঁর সামনে এখন শুধু সচিন তেন্ডুলকর।
কেনিংটন ওভালে ভারতের বিরুদ্ধে ৩৬-তম টেস্ট ম্যাচ খেলছেন স্টিভ স্মিথ। ভারতের বিরুদ্ধে টেস্টে তাঁর নববম শতরান হয়ে গেল। টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১১টি শতরান করেছেন সচিন তেন্ডুলকর।
গত এক দশকে ভারতের বিরুদ্ধে টেস্ট ম্যাচে বারবার দুর্দান্ত ব্যাটিং করেছেন স্টিভ স্মিথ। এবারও তার ব্যতিক্রম হল না। অসাধারণ ব্যাটিং করলেন তিনি।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপ ফাইনালের প্রথম ইনিংসে ট্রেভিস হেডের সঙ্গে অসাধারণ পার্টনারশিপ গড়েন স্টিভ স্মিথ। এই পার্টনারশিপই অস্ট্রেলিয়াকে বড় স্কোর করতে সাহায্য করল।
টেস্টে ভারতের বিরুদ্ধে ২৫৫৫ রান আছে রিকি পন্টিংয়ের। মাইকেল ক্লার্ক টেস্টে ভারতের বিরুদ্ধে ২০৪৯ রান করেন। অস্ট্রেলিয়ার দুই প্রাক্তন অধিনায়কের রেকর্ড টপকে যাওয়ার লক্ষ্যে স্টিভ স্মিথ।
ভারত-অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচের ইতিহাসে ভারতের ব্যাটার চেতেশ্বর পূজারা ও অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্কের রেকর্ড ভেঙে দেওয়ার লক্ষ্যে স্টিভ স্মিথ।
এর আগে কেনিংটন ওভালে টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ২টি শতরান করেছিলেন স্টিভ স্মিথ। এবার ভারতের বিরুদ্ধেও শতরান করলেন এই তারকা ব্যাটার।