বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে ২ উইকেট নেওয়ার পর ৫১ রানের মূল্যবান ইনিংস খেলেছেন শার্দুল ঠাকুর।
কিয়া ওভালে এখনও পর্যন্ত ৩ বার ব্যাটিং করার সুযোগ পেয়েছেন শার্দুল ঠাকুর। ৩ ইনিংসেই তিনি অর্ধশতরান করেছেন। এই মাঠে তিনি বরাবরই ভালো পারফরম্যান্স দেখান।
২০২১ সালে ওভাল টেস্ট ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ২ ইনিংসেই অর্ধশতরান করেন শার্দুল ঠাকুর। সেই ম্যাচে জয় পায় ভারত। এবার ফের অর্ধশতরান করলেন এই অলরাউন্ডার।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম ইনিংসে ভারতীয় দলের সঙ্কটের মুহূর্তে অজিঙ্কা রাহানের সঙ্গে জুটি বেঁধে ১০৯ রান যোগ করেন শার্দুল ঠাকুর।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাটিং করার সময় কনুই, বুড়ো আঙুলে একাধিকবার চোট পান শার্দুল ঠাকুর। তা সত্ত্বেও তিনি অসাধারণ লড়াই করেন।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে এখনও পর্যন্ত মাত্র ৩ জন ক্রিকেটার ওভালে পরপর ৩ ইনিংসে অর্ধশতরান করেছেন। তাঁদের অন্যতম ডন ব্র্যাডম্যান ও শার্দুল ঠাকুর।
১৯৩০ থেকে ১৯৩৪ সালের মধ্যে ওভালে পরপর ৩ ইনিংসে অর্ধশতরান করেন ডন ব্র্যাডম্যান। ১৯৮৫ থেকে ১৯৮৯ সালের মধ্যে একই নজির গড়েন অ্যালান বর্ডার। এবার এই নজির গড়লেন শার্দুল ঠাকুর।
২০২১ সালে ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে ২ ইনিংসেই অর্ধশতরান করেন শার্দুল ঠাকুর। এবার এই মাঠেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও অর্ধশতরান করলেন শার্দুল।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় দলে একমাত্র পেস বোলিং অলরাউন্ডার হিসেবে রাখা হয়েছে শার্দুল ঠাকুরকে। ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন এই অলরাউন্ডার।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রীতিমতো ব্যাকফুটে ভারতীয় দল। এই ম্যাচ জেতা অত্যন্ত কঠিন।