২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর থেকে এখনও পর্যন্ত কোনও আইসিসি টুর্নামেন্ট জিততে পারেনি ভারতীয় দল। এবারও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হেরে গেল ভারত।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের দ্বিতীয় ইনিংসে শুবমান গিলের আউট নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কিন্তু তা সত্ত্বেও সামগ্রিকভাবে ভারতের ব্যাটিং লাইনআপের ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠছে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে প্রথম ইনিংসে ১৪ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৪৯ রান করেন বিরাট কোহলি। দলের প্রয়োজনের মুহূর্তে বড় রান করতে ব্যর্থ তারকা ব্যাটার।
২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর থেকে ৪ বার আইসিসি টুর্নামেন্টের ফাইনালে হেরে গেল ভারতীয় দল। কোনওভাবেই আইসিসি টুর্নামেন্টে সাফল্য পাচ্ছে না ভারতীয় দল।
২০১৪ সালে টি-২০ বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরে যায় মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারতীয় দল। তারপর থেকে আইসিসি টুর্নামেন্টে হেরেই চলেছে ভারতীয় দল।
২০১৭ সালে ফেভারিট হিসেবেই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যায় ভারতীয় দল। ফাইনালেও পৌঁছে যায় ভারত। আন্ডারডগ হিসেবেই ফাইনালে পৌঁছয় পাকিস্তান। কিন্তু ফাইনালে পাকিস্তানের কাছে হেরে যায় ভারত।
প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরে রানার্স হয় ভারতীয় দল। ব্যাটিং ব্যর্থতার জন্যই হেরে যান বিরাট কোহলিরা।
রবিবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পঞ্চম দিন অস্ট্রেলিয়ার কাছে ২০৯ রানে হেরে গেল ভারতীয় দল। পরপর ২ বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হেরে গেল ভারত।
২০২২-এর জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সফরের পর জাতীয় দল থেকে বাদ পড়েন অজিঙ্কা রাহানে। এই অভিজ্ঞ ব্যাটার ফের সুযোগ পেলেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে। ওভালে লড়াই করলেন রাহানে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে প্রথম ইনিংসে ভালো ব্যাটিং করলেও, দ্বিতীয় ইনিংসে ২ বল খেলে ০ রানে আউট হয়ে যান অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।