অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় দলের অন্যতম ভরসা অভিজ্ঞ অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। অফস্পিনের পাশাপাশি ব্যাট হাতেও দলকে সাহায্য করেন তিনি।
অস্ট্রেলিয়ার অভিজ্ঞ অফস্পিনার নাথান লিয়ন এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১৯ ম্যাচ খেলে ৮৩ উইকেট নিয়েছেন। তাঁর বোলিংয়ের গড় ২৬.৯৭। এই অফস্পিনারই সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন।
এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১৯ ম্যাচ খেলে ৬৭ উইকেট নিয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। তাঁর বোলিংয়ের গড় ২১.০৫।
এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে পর্যন্ত ১৩টি ম্যাচ খেলে ৬১ উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতের এই অফস্পিনারের বোলিংয়ের গড় ১৯.৬৭।
গতবারের মতো এবারও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে পারেনি ইংল্যান্ড। তবে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন। তিনি ১৫ টেস্টে ৫৮ উইকেট নিয়েছেন।
এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন ইংল্যান্ডের পেসার অলি রবিনসন। ১৩ ম্যাচ খেলে ৫৩ উইকেট নিয়েছেন এই পেসার। তাঁর বোলিংয়ের গড় ২০.৭৫।
অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১৫ ম্যাচ খেলে ২১.৩৩ গড়ে ৫৩ উইকেট নিয়েছেন। ফাইনালেও তাঁর উপর ভরসা করছে দল।
এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার হয়ে ১৬ ম্যাচে ৫১ উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক। এই অভিজ্ঞ বাঁ হাতি পেসারের উপর ফাইনালেও ভরসা করছে দল।
নিউজিল্যান্ডের অধিনায়ক টিম সাউদিও এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। ১৩ টেস্ট ম্যাচ খেলে ৫০ উইকেট নিয়েছেন এই পেসার। তাঁর বোলিংয়ের গড় ৩২.১১।
এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১৬ ম্যাচ খেলে ৪৮ উইকেট নিয়েছেন ইংল্যান্ডের বাঁ হাতি স্পিনার জ্যাক লিচ।
এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১০ ম্যাচ খেলে ৪৫ উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরা। এই পেসারের বোলিংয়ের গড় ১৯.৭৬। তিনি অবশ্য কবে মাঠে ফিরবেন সেটা বলা যাচ্ছে না।