ফুটবল থেকে আর নতুন করে কিছু পাওয়ার নেই। যা ট্রফি জেতা সম্ভব সবই জিতেছেন, জানালেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।
লিওনেল মেসির নেতৃত্বে কাতার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। ফাইনালে অসাধারণ পারফরম্যান্স দেখান লিওনেল মেসি। কিলিয়ান এমবাপেও দুর্দান্ত খেলেন। তবে হেরে যায় ফ্রান্স।
আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি জানিয়ে দিয়েছেন, তিনি আর বিশ্বকাপে খেলবেন না। যদি তিনি এই সিদ্ধান্তে অনড় থাকেন, তাহলে বিশ্বকাপজয়ী অধিনায়ককে ছাড়াই খেলবে আর্জেন্টিনা।
কাতার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর লিওনেল মেসির আর জয়ের খিদে নেই। সেই কারণেই প্যারিস সাঁ-জা ছেড়ে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে সই করেছেন লিওনেল মেসি।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চিনে গিয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচের ৮০ সেকেন্ডে গোল করেন লিওনেল মেসি। এটাই তাঁর কেরিয়ারের দ্রুততম গোল।
এবার লিওনেল মেসির পুরনো ক্লাব বার্সেলোনায় ফেরা নিয়ে জল্পনা চলছিল। সৌদি প্রো লিগের ক্লাব আল-হিলালও মেসিকে লোভনীয় আর্থিক প্রস্তাব দিয়েছিল। কিন্তু কোনও প্রস্তাবেই সাড়া দেননি মেসি।
এখনও পর্যন্ত সবচেয়ে বেশিবার ব্যালন ডি'অর জিতেছেন লিওনেল মেসি। তিনি ফের এই পুরস্কার জেতার দৌড়ে আছেন। যদিও মেসি জানিয়েছেন, তাঁর আর ব্যালন ডি'অর নিয়ে আগ্রহ নেই।