প্রথম পুরুষ ফুটবলার হিসেবে ২০০-তম আন্তর্জাতিক ম্যাচ খেলার নজির গড়লেন পর্তুগালের তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন।
আইসল্যান্ডের বিরুদ্ধে ইউরো কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে নেমে বিশ্বরেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড মেডেল পেয়েছেন।
আইসল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের ৮৯ মিনিটের মাথায় একমাত্র গোল করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিশ্বরেকর্ড গড়ার দিন দেশকে জয় এনে দিলেন রোনাল্ডো।
২০২৪ সালের ইউরো কাপের যোগ্যতা অর্জন পর্বে এখনও পর্যন্ত সব ম্যাচেই জয় পেয়েছে পর্তুগাল। ফলে যোগ্যতা অর্জন পর্বে অনেকটা এগিয়ে গিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা।
ইনস্টাগ্রাম পোস্টে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো লিখেছেন, ‘আমি এই জার্সি পরে প্রথম ম্যাচ খেলার সময় যে দায়বদ্ধতা, নিষ্ঠা ও দায়িত্ববোধ ছিল, ২০০-তম ম্যাচেও সেটা বজায় আছে।’
সোশ্যাল মিডিয়া পোস্টে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো লিখেছেন, ‘আমি দেশের হয়ে গোল করে যেতে চাই, স্বপ্নের পিছনে ছুটতে চাই এবং দল ও দেশের জন্য নিজের সেরাটা দিতে চাই।’
আন্তর্জাতিক ম্যাচে ১২৩ গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনিই আন্তর্জাতিক ম্যাচে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড গড়েছেন।