বুধবার সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে হ্যাটট্রিক করলেন অধিনায়ক সুনীল ছেত্রী। পেনাল্টি থেকে ২ গোল করেন সুনীল।
পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের ১০ মিনিটের মাথায় প্রথম গোল করেন ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী। বিপক্ষের গোলকিপারের মিসকিক থেকে বল পেয়ে জালে জড়িয়ে দেন সুনীল।
পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের ১৬ মিনিটের মাথায় পেনাল্টি থেকে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন সুনীল ছেত্রী। প্রথমার্ধের শেষ ২-০ এগিয়েছিল ভারত।
৭৩ মিনিট ফের পেনাল্টি পায়। বক্সের মধ্যে পিছন থেকে ধাক্কা মেরে ফেলা দেওয়া হয়েছিল সুনীল ছেত্রীকে। ভারতের অধিনায়কই পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন।
পাকিস্তানের বিরুদ্ধে হ্যাটট্রিক করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোলের নজির গড়লেন ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী।
বুধবার পাকিস্তানের বিরুদ্ধে হ্যাটট্রিক করার সুবাদে আন্তর্জাতিক ফুটবলে ৯০ গোল করে ফেললেন ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী। তিনি টপকে গেলেন মালয়েশিয়ার মুখতার দাহারিকে।
হাঙ্গেরি ও মাদ্রিদ মিলিয়ে আন্তর্জাতিক ফুটবলে মোট ৮৬ গোল করেন কিংবদন্তি ফুটবলার ফেরেঙ্ক পুসকাস। তাঁকে ছাপিয়ে গিয়েছেন ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী।