প্যারিস সাঁ-জা ছেড়ে সৌদি আরবের ক্লাবে যোগ দিতে পারেন লিওনেল মেসি
Bangla

প্যারিস সাঁ-জা ছেড়ে সৌদি আরবের ক্লাবে যোগ দিতে পারেন লিওনেল মেসি

চলতি মরসুমের পরেই প্যারিস সাঁ-জা-র সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে লিওনেল মেসির। এরপর তিনি কোন ক্লাবে সই করবেন, সেটা নিয়ে জল্পনা চলছে। সৌদি প্রো লিগের কোনও ক্লাবে খেলতে পারেন তিনি।

রিয়াল মাদ্রিদ ছেড়ে সৌদি আরবের ক্লাব আল-ইত্তিহাদে সই করেছেন বেনজেমা
Bangla

রিয়াল মাদ্রিদ ছেড়ে সৌদি আরবের ক্লাব আল-ইত্তিহাদে সই করেছেন বেনজেমা

টানা ১৪ বছর রিয়াল মাদ্রিদের হয়ে খেলার পর এবার সৌদি আরবের ক্লাব আল-ইত্তিহাদে সই করেছেন ফ্রান্সের স্ট্রাইকার করিম বেনজেমা। তাঁকে স্বাগত জানিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

Image credits: Facebook
প্যারিস সাঁ-জা ছেড়ে আগামী মরসুমে সৌদি আরবে খেলতে পারেন র‍্যামোস
Bangla

প্যারিস সাঁ-জা ছেড়ে আগামী মরসুমে সৌদি আরবে খেলতে পারেন র‍্যামোস

রিয়াল মাদ্রিদ ও স্পেনের জাতীয় দলের প্রাক্তন তারকা সের্জিও র‍্যামোসকেও আগামী মরসুমে সৌদি প্রো লিগের কোনও ক্লাবের হয়ে খেলতে দেখা যেতে পারে।

Image credits: Facebook
ফ্রান্সের বিশ্বকাপজয়ী এনগোলো কঁতেকেও সৌদি প্রো লিগে দেখে যেতে পারে
Bangla

ফ্রান্সের বিশ্বকাপজয়ী এনগোলো কঁতেকেও সৌদি প্রো লিগে দেখে যেতে পারে

ফ্রান্সের হয়ে ২০১৮ সালে বিশ্বকাপ জেতা মিডফিল্ডার এনগোলো কঁতেও এবার ইউরোপের ক্লাব ফুটবল ছেড়ে সৌদি প্রো লিগের কোনও ক্লাবে যোগ দিতে পারেন।

Image credits: Facebook
Bangla

বেনজেমার সঙ্গে আল-ইত্তিহাদে যোগ দিতে পারেন ক্রোয়েশিয়ার তারকা লুক মডরিচ

রিয়াল মাদ্রিদের হয়ে দীর্ঘদিন একসঙ্গে খেলেছেন লুকা মডরিচ ও করিম বেনজেমা। এবার তাঁরা একসঙ্গে সৌদি প্রো লিগের ক্লাব আল-ইত্তিহাদের হয়ে খেলতে পারেন বলে জল্পনা চলছে।

Image credits: Facebook
Bangla

বার্সেলোনা ছেড়ে এবার সৌদি আরবের ক্লাবে সই করছেন সের্জিও বুস্কেটস

বার্সেলোনার হয়ে সাম্প্রতিক সময়ে যে ফুটবলাররা সবচেয়ে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়েছেন তাঁদের অন্যতম সের্জিও বুস্কেটস। এবার তিনি সৌদি প্রো লিগে খেলবেন।

Image credits: Facebook
Bangla

ফ্রান্সের বিশ্বকাপজয়ী অধিনায়ক হুগো লরিসও সৌদি প্রো লিগে খেলতে পারেন

২০১৮ সালে বিশ্বকাপজয়ী ফ্রান্সের অধিনায়ক ও গোলকিপার হুগো লরিসকেও আগামী মরসুমে সৌদি আরবের কোনও ক্লাবের হয়ে খেলতে দেখা যেতে পারে বলে জল্পনা চলছে।

Image credits: Facebook
Bangla

চিলির স্ট্রাইকার অ্যালেক্সিস স্যানচেজও সৌদি প্রো লিগে খেলতে পারেন

চিলির তারকা স্ট্রাইকার অ্যালেক্সিস স্যানচেজ এখন মার্সেইয়ে খেলছেন। আগামী মরসুমে তাঁকে সৌদি আরবের কোনও ক্লাবের হয়ে খেলতে দেখা যেতে পারে।

Image credits: Facebook
Bangla

সৌদি আরবের ক্লাব আল-হিলালে যোগ দিতে পারেন স্পেনের তারকা জর্ডি আলবা

বার্সেলোনার হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখানো ডিফেন্ডার জর্ডি আলবাকেও আগামী মরসুমে সৌদি আরবের কোনও ক্লাবের হয়ে খেলতে দেখা যেতে পারে।

Image credits: Facebook

স্পেনের বিভিন্ন শহরে বারবার বর্ণবিদ্বেষের শিকার, জানালেন ভিনিসিয়াস

আর্থিক চাহিদা পূরণ করার ক্ষমতা আছে? বার্সেলোনার কাছে জানতে চাইলেন মেসি

ক্যারোলিনার পর ব্রুনা, দ্বিতীয় প্রেমিকার সন্তানের বাবা হচ্ছেন নেইমার

ম্যাচ চলাকালীন ফুটবল মাঠে ঢুকে পড়ছে কুকুর-বিড়াল, উপভোগ করছেন দর্শকরা