ডেনমার্ক ওপেনে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন পিভি সিন্ধু। সহজেই সেমি-ফাইনালে পৌঁছে গেলেন ভারতের এই শাটলার।
চোটের কারণে এ বছর আন্তর্জাতিক প্রতিযোগিতায় একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি পিভি সিন্ধু।
দেশে যখন উৎসব চলছে, তখন সুদূর ডেনমার্কে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে পিভি সিন্ধু।
এ বছর ডেনমার্ক ওপেনের আগে পর্যন্ত কোনও সুপার ৭৫০ টুর্নামেন্টের সেমি-ফাইনালে পৌঁছতে পারেননি পিভি সিন্ধু। বছরের শেষদিকে এসে সাফল্য পাচ্ছেন তিনি।
ডেনমার্ক ওপেনের কোয়ার্টার ফাইনালে থাইল্যান্ডের সুপানিন্দা কেটথংকে সহজেই ৪৭ মিনিটের মধ্যে ২১-১৯, ২১-১২ হারিয়ে দিয়েছেন পিভি সিন্ধু।
এশিয়ান গেমসে ব্যাডমিন্টনের মহিলা সিঙ্গলসে পদকের জন্য পিভি সিন্ধুর দিকে তাকিয়েছিল দেশ। কিন্তু হতাশ করেন এই শাটলার।
ডেনমার্ক ওপেনের আগে আর্কটিক ওপেন সুপার ৫০০ টুর্নামেন্টের সেমি-ফাইনালে পৌঁছে যান পিভি সিন্ধু।
আগামী বছরের প্যারিস অলিম্পিক্সে পদক জেতাই পিভি সিন্ধুর লক্ষ্য। অলিম্পিক্সে তৃতীয়বার পদক জেতার জন্য তৈরি হচ্ছেন এই শাটলার।