এখনও পর্যন্ত একবারও গ্র্যান্ড স্ল্যাম জিততে পারেননি। এবার উইম্বলডন চ্যাম্পিয়ন হওয়ার সামনে চেক প্রজাতন্ত্রের মার্কেতা ভন্ড্রুসোভা।
ইউক্রেনের এলিনা স্বিতোলিনাকে হারিয়ে উইম্বলডন ফাইনালে পৌঁছে গিয়েছেন মার্কেতা ভন্ড্রুসোভা।
এবারের উইম্বলডনে মহিলাদের সিঙ্গলসের ২ ফাইনালিস্ট মার্কেতা ভন্ড্রুসোভা ও ওনস জ্যাবিউর এর আগে কখনও গ্র্যান্ড স্ল্যাম জেতেননি।
এবারের উইম্বলডন সেমি ফাইনালে এলিনা স্বিতোলিনার বিরুদ্ধে ৬-৩. ৬-৩ জয় পেয়েছেন মার্কেতা ভন্ড্রুসোভা।
চতুর্থ বাঁ হাতি মহিলা খেলোয়াড় হিসেবে উইম্বলডনে সিঙ্গলস ফাইনালে মার্কেতা ভন্ড্রুসোভা।
এবারের উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে বিশ্বের ৪ নম্বর জেসিকা পেগুলাকে হারিয়ে দেন মার্কেতা ভন্ড্রুসোভা।
এবারের উইম্বলডনের ফাইনালে পৌঁছনোর আগে ফ্রেঞ্চ ওপেনে রানার্স হওয়াই মার্কেতা ভন্ড্রুসোভার সেরা পারফরম্যান্স ছিল।
বর্তমানে বিশ্ব র্যাঙ্কিংয়ে ৪২ নম্বরে মার্কেতা ভন্ড্রুসোভা। তাঁর র্যাঙ্কিং উন্নত হবে বলে আশা করা হচ্ছে।
পেশাদার কেরিয়ারে এখনও পর্যন্ত একটিমাত্র খেতাব জিতেছেন মার্কেতা ভন্ড্রুসোভা। শনিবার দ্বিতীয় খেতাব জিততে মরিয়া তিনি।
পরিবার থেকে খেলার বিষয়ে উৎসাহ পেয়েছেন মার্কেতা ভন্ড্রুসোভা। তিনি ছোটবেলায় ফুটবল, টেবল টেনিস খেলতেন। পরে টেনিসে মন দেন।