দিল্লির যন্তর মন্তরে অবস্থান চালিয়ে যাচ্ছেন কুস্তিগীররা। তাঁদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। কলকাতাতেও ব্রিজভূষণের বিরুদ্ধে মিছিল করলেন কংগ্রেস কর্মী-সমর্থকরা।
ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংকে গ্রেফতার না করা হলে পদক ফিরিয়ে দেবেন, হুঁশিয়ারি বিখ্যাত কুস্তি প্রশিক্ষক মহাবীর সিং ফোগটের।
মহাবীর সিং ফোগট বলেছেন, 'ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তার জন্য তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং গ্রেফতার করতে হবে। এই মামলায় ন্যায়বিচার না হলে আমি পদক ফেরাব।'
৩ বছর আগে বিজেপি-তে যোগ দিয়েছেন মহাবীর সিং ফোগট। তবে তিনি জানিয়েছেন, কুস্তিগীরদের আন্দোলন ও ব্রিজভূষণ শরণ সিংয়ের বিষয়ে সরকার বা বিজেপি-র কারও সঙ্গে কথা বলেননি।
দিল্লির যন্তর মন্তরে প্রায় ২ সপ্তাহ ধরে অবস্থান চালিয়ে যাওয়া কুস্তিগীররাও হুঁশিয়ারি দিয়েছেন, ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে তাঁরা পদ্মশ্রী ফিরিয়ে দেবেন।
কুস্তিগীর গীতা ফোগট ও তাঁর স্বামীকে বৃহস্পতিবার আটক করে দিল্লি পুলিশ। তাঁদের যন্তর মন্তরে যেতে দেওয়া হয়নি। এরপরেই ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে সরব হয়েছেন মহাবীর সিং ফোগট।
কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের দাবি, যন্তর মন্তরে অবস্থানে বসা কুস্তিগীরদের যে দাবি, সেই সব দাবিই পূরণ করা হয়েছে। এবার দিল্লি পুলিশকে তদন্ত করতে দেওয়া হোক।
কৃষক নেতা রাকেশ টিকায়েত-সহ বিভিন্ন সংগঠনের নেতারা যন্তর মন্তরে কুস্তিগীরদের আন্দোলনকে সমর্থন করেছেন। তাঁরা এই ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছেন।
ভীম আর্মির প্রধান চন্দ্রশেখর আজাদকে বৃহস্পতিবার ফের যন্তর মন্তরে কুস্তিগীরদের পাশে দেখা গেল। এই আন্দোলনের সমর্থনে মুখ খুলেছেন চন্দ্রশেখর।
কৃষক নেতা গুরনাম সিং চারুনি, কংগ্রেস নেত্রী কুমারী শেলজা, কিরণ চৌধুরী শুক্রবার যন্তর মন্তরে গিয়ে কুস্তিগীরদের সঙ্গে দেখা করে তাঁদের পাশে থাকার বার্তা দিয়েছেন।