সোশ্যাল মিডিয়ায় গোলাপি শার্ট ও ক্রিম রঙের ট্রাউজার্স পরা ছবি শেয়ার করে সানিয়া মির্জা লিখেছেন, ‘সূর্যের আলো ও একটু গোলাপির সাহায্যে সবকিছুই সম্ভব।’
ভারতীয় ক্রিকেট দলের তারকা মহম্মদ শামির সঙ্গে সানিয়া মির্জার বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল জল্পনা চলছে।
সানিয়া মির্জার পরিবার সূত্রে জানা গিয়েছে, মুসলিম মহিলারা চাইলে নিজেই স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ করতে পারেন। ঠিক সেটাই করেছেন সানিয়া।
স্বামী অন্য সম্পর্কে জড়িয়ে পড়লেও, সানিয়া মির্জা নিজের মতোই আছেন। বিবাহিত সম্পর্ক নষ্ট হয়ে গেলেও, আনন্দেই আছেন এই তারকা।
ছেলেকে নিজের কাছেই রেখেছেন সানিয়া মির্জা। তিনি ছেলেকে ভালোভাবে মানুষ করে তোলার চেষ্টা করছেন। নিজের টেনিস অ্যাকাডেমিও চালাচ্ছেন সানিয়া।
সোশ্যাল মিডিয়ায় সানিয়া মির্জার নতুন পোস্ট দেখে তাঁকে উৎসাহ দিয়েছেন পাকিস্তানের অভিনেত্রী মাহিরা খান, মাওরা হকেন।
সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের অভিনেত্রীরা সানিয়া মির্জার পোস্টে নানা মন্তব্য করছেন। তাঁরা সানিয়ার সাহসিকতার প্রশংসা করেছেন।
সোশ্যাল মিডিয়ায় যতই জল্পনা-কল্পনা চলুক না কেন, সানিয়া মির্জার নতুন সম্পর্ক ও বিয়ে নিয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।
PV Sindhu: লক্ষ্য অলিম্পিক্স, ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছেন সিন্ধু
ওপেন যুগে প্রথম অবাছাই হিসেবে উইম্বলডন ফাইনালে মার্কেতা ভন্ড্রুসোভা
লেটেস্ট ফটোশুটে তাক লাগাচ্ছেন ভারতীয় টেনিস কিংবদন্তি সানিয়া মির্জা
কুস্তিগীররা ন্যায়বিচার না পেলে পদক ফেরাবেন, হুঁশিয়ারি মহাবীর ফোগটের