ভারত ছেড়ে সার্বিয়া ফিরে যাওয়ার সময় ছেলে অগস্ত্যকে নিয়ে গিয়েছেন নাতাশা স্ট্যানকোভিচ। তিনি এখন ছেলেকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন।
ছেলে অগস্ত্যকে নিয়ে একটি বিনোদন পার্কে বেড়াতে গিয়েছিলেন নাতাশা স্ট্যানকোভিচ। তিনি সোশ্যাল মিডিয়ায় সেই ছবি, ভিডিও শেয়ার করেছেন।
সোশ্যাল মিডিয়ায় ছেলে অগস্ত্যর সঙ্গে নাতাশা স্ট্যানকোভিচের ছবি দেখে খুশি হার্দিক পান্ডিয়া। তিনি ভালোবাসা প্রকাশ করেছেন।
নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করার সময় হার্দিক পান্ডিয়া জানিয়েছেন, তাঁরা একসঙ্গে ছেলে অগস্ত্যকে বড় করে তুলবেন।
নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর একাধিক মহিলার সঙ্গে হার্দিক পান্ডিয়াকে দেখা গিয়েছে। তাঁর নতুন সম্পর্ক নিয়ে জল্পনা চলছে।
কয়েক বছর আগে ভারতে আসার পর মডেলিং, অভিনয়, নাচের মাধ্যমে বিখ্যাত হয়ে ওঠেন নাতাশা স্ট্যানকোভিচ। তবে তিনি আর হয়তো ভারতে আসবেন না।
নাতাশা স্ট্যানকোভিচ নামী মডেল। তিনি খুব ভালো নাচেন। ফলে ভারত ছাড়ার পর অন্য কোনও দেশে কাজ শুরু করতে পারেন তিনি।
হার্দিক পান্ডিয়ার সঙ্গে বিবাহ বিচ্ছেদের শর্ত হিসেবে খোরপোষ বাবদ বিপুল অর্থ পাচ্ছেন নাতাশা স্ট্যানকোভিচ। ফলে তিনি আর্থিকভাবে লাভবান হচ্ছেন।
Olympics 2024: বক্সিং-এ পদক জয়ের অন্যতম দাবিদার নিখাত, চেনেন তাঁকে?
Olympics 2024: প্যারিস অলিম্পিক্সকেই পাখির চোখ করছেন মীরাবাই চানু
Olympics 2024: টেবিল টেনিসে ভারতের অন্যতম বড় ভরসা মনিকা বাত্রা
PV Sindhu: ইতিহাসের সামনে দাঁড়িয়ে, নতুন স্বপ্ন নিয়ে প্যারিসে সিন্ধু