Bangla

বাবা হার্দিক পান্ডিয়ার কাছ থেকে অনেক দূরে মা নাতাশার সঙ্গে অগস্ত্য

ভারত ছেড়ে সার্বিয়া ফিরে যাওয়ার সময় ছেলে অগস্ত্যকে নিয়ে গিয়েছেন নাতাশা স্ট্যানকোভিচ। তিনি এখন ছেলেকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন।

Bangla

নাতাশা স্ট্যানকোভিচ ও অগস্ত্যকে বিনোদন পার্কে ঘুরে বেড়াতে দেখা গেল

ছেলে অগস্ত্যকে নিয়ে একটি বিনোদন পার্কে বেড়াতে গিয়েছিলেন নাতাশা স্ট্যানকোভিচ। তিনি সোশ্যাল মিডিয়ায় সেই ছবি, ভিডিও শেয়ার করেছেন।

Image credits: Instagram
Bangla

প্রাক্তন স্ত্রী ও ছেলের আনন্দের মুহূর্তের ছবি দেখে খুব খুশি হার্দিক

সোশ্যাল মিডিয়ায় ছেলে অগস্ত্যর সঙ্গে নাতাশা স্ট্যানকোভিচের ছবি দেখে খুশি হার্দিক পান্ডিয়া। তিনি ভালোবাসা প্রকাশ করেছেন।

Image credits: Instagram
Bangla

ছেলে অগস্ত্যকে একসঙ্গে দেখভাল করার বিষয়ে সম্মত হয়েছেন হার্দিক-নাতাশা

নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করার সময় হার্দিক পান্ডিয়া জানিয়েছেন, তাঁরা একসঙ্গে ছেলে অগস্ত্যকে বড় করে তুলবেন।

Image credits: Instagram
Bangla

বিবাহ বিচ্ছেদের পর হার্দিক পান্ডিয়ার নতুন সম্পর্ক নিয়ে জল্পনা জারি

নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর একাধিক মহিলার সঙ্গে হার্দিক পান্ডিয়াকে দেখা গিয়েছে। তাঁর নতুন সম্পর্ক নিয়ে জল্পনা চলছে।

Image credits: Social Media
Bangla

ভবিষ্যতে আর হয়তো কখনও ভারতে ফিরতে দেখা যাবে না নাতাশা স্ট্যানকোভিচকে

কয়েক বছর আগে ভারতে আসার পর মডেলিং, অভিনয়, নাচের মাধ্যমে বিখ্যাত হয়ে ওঠেন নাতাশা স্ট্যানকোভিচ। তবে তিনি আর হয়তো ভারতে আসবেন না।

Image credits: @Natasa Stankovic instagram
Bangla

ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্রের বিনোদন জগতে কাজ শুরু করতে পারেন নাতাশা

নাতাশা স্ট্যানকোভিচ নামী মডেল। তিনি খুব ভালো নাচেন। ফলে ভারত ছাড়ার পর অন্য কোনও দেশে কাজ শুরু করতে পারেন তিনি।

Image credits: Instagram
Bangla

হার্দিক পান্ডিয়ার সঙ্গে বিবাহ বিচ্ছেদে আর্থিকভাবে লাভ হয়েছে নাতাশার

হার্দিক পান্ডিয়ার সঙ্গে বিবাহ বিচ্ছেদের শর্ত হিসেবে খোরপোষ বাবদ বিপুল অর্থ পাচ্ছেন নাতাশা স্ট্যানকোভিচ। ফলে তিনি আর্থিকভাবে লাভবান হচ্ছেন।

Image credits: Instagram

Olympics 2024: বক্সিং-এ পদক জয়ের অন্যতম দাবিদার নিখাত, চেনেন তাঁকে?

Olympics 2024: প্যারিস অলিম্পিক্সকেই পাখির চোখ করছেন মীরাবাই চানু

Olympics 2024: টেবিল টেনিসে ভারতের অন্যতম বড় ভরসা মনিকা বাত্রা

PV Sindhu: ইতিহাসের সামনে দাঁড়িয়ে, নতুন স্বপ্ন নিয়ে প্যারিসে সিন্ধু