Bangla

গত অলিম্পিক্সে ভারোত্তোলনে পদক জেতেন তিনি

আর এবারের অলিম্পিক্সে, ৪৯ কেজি বিভাগে সোনা জেতার অন্যতম দাবিদার সেই মীরাবাই চানু।

Bangla

লক্ষ্য তাঁর প্যারিস অলিম্পিক্স

কমনওয়েলথ গেমস সহ একাধিক প্রতিযোগিতায় পদকের পর পদক নিজের দখলে এনেছেন মণিপুরের এই ক্রীড়াবিদ।

Image credits: Mirabai Chanu – Social Media
Bangla

আশাপূরণ হয়নি সেইবার

গত ২০১৬ সালের রিও অলিম্পিক্সের ৪৮ কেজি বিভাগে লড়াই করতে নামেন তিনি।

Image credits: Mirabai Chanu – Social Media
Bangla

ফিরে এলেন চানু

টোকিও অলিম্পিক্সের ৪৯ কেজি বিভাগে মোট ২০২ কেজি তোলেন তিনি। আর স্ন্যাচে ৮৭ কেজি তোলার সঙ্গেই ক্লিন এবং জার্কে তোলেন ১১৫ কেজি।

Image credits: Mirabai Chanu – Social Media
Bangla

সেখানেই শেষ নয়

গত ২০১৭ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপেও সোনা জেতেন মীরাবাই চানু।

Image credits: Mirabai Chanu – Social Media
Bangla

একের পর এক পদক

যদিও গত ২০২২ সালে রুপো জিতেই থামতে হয় তাঁকে।

Image credits: Mirabai Chanu – Social Media
Bangla

রেকর্ডের পর রেকর্ড

গত ২০১৪ সালে রুপো জেতার পর ২০১৮ এবং ২০২২ সালের কমনওয়েলথ গেমসে সোনা জেতেন মীরাবাই চানু।

Image credits: Mirabai Chanu – Social Media
Bangla

ইতিহাস তৈরি করেন চানু

বার্মিংহ্যাম কমনওয়েলথে স্ন্যাচে ৮৮ কেজি তুলেছিলেন এই ভারতীয় তারকা।

Image credits: Mirabai Chanu – Social Media
Bangla

ভালো জায়গা থেকে শুরু করছেন

অলিম্পিক্সে যোগ্যতা অর্জন পর্বে দ্বিতীয় স্থানে ছিলেন তিনি।

Image credits: Mirabai Chanu – Social Media
Bangla

আত্মবিশ্বাসী তিনি

মীরাবাই চানু জানিয়েছেন, “নিজের তৃতীয় অলিম্পিকে লক্ষ্য থাকবে সোনার পদক জয়।”

Image Credits: Mirabai Chanu – Social Media