আর এবারের অলিম্পিক্সে, ৪৯ কেজি বিভাগে সোনা জেতার অন্যতম দাবিদার সেই মীরাবাই চানু।
কমনওয়েলথ গেমস সহ একাধিক প্রতিযোগিতায় পদকের পর পদক নিজের দখলে এনেছেন মণিপুরের এই ক্রীড়াবিদ।
গত ২০১৬ সালের রিও অলিম্পিক্সের ৪৮ কেজি বিভাগে লড়াই করতে নামেন তিনি।
টোকিও অলিম্পিক্সের ৪৯ কেজি বিভাগে মোট ২০২ কেজি তোলেন তিনি। আর স্ন্যাচে ৮৭ কেজি তোলার সঙ্গেই ক্লিন এবং জার্কে তোলেন ১১৫ কেজি।
গত ২০১৭ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপেও সোনা জেতেন মীরাবাই চানু।
যদিও গত ২০২২ সালে রুপো জিতেই থামতে হয় তাঁকে।
গত ২০১৪ সালে রুপো জেতার পর ২০১৮ এবং ২০২২ সালের কমনওয়েলথ গেমসে সোনা জেতেন মীরাবাই চানু।
বার্মিংহ্যাম কমনওয়েলথে স্ন্যাচে ৮৮ কেজি তুলেছিলেন এই ভারতীয় তারকা।
অলিম্পিক্সে যোগ্যতা অর্জন পর্বে দ্বিতীয় স্থানে ছিলেন তিনি।
মীরাবাই চানু জানিয়েছেন, “নিজের তৃতীয় অলিম্পিকে লক্ষ্য থাকবে সোনার পদক জয়।”
Olympics 2024: টেবিল টেনিসে ভারতের অন্যতম বড় ভরসা মনিকা বাত্রা
PV Sindhu: ইতিহাসের সামনে দাঁড়িয়ে, নতুন স্বপ্ন নিয়ে প্যারিসে সিন্ধু
Lakshya Sen: 'প্যারিসে যে কেউ পদক জিততে পারে,' হুঙ্কার লক্ষ্য সেনের
Olympics 2024: ভারতীয় হকি দলের পদক জয়ের সম্ভাবনা ঠিক কতটা?