Author: Subhankar Das Image Credits:Manika Batra – Social Media
Bangla
টোকিও অলিম্পিক্সে ব্যর্থতা
মনিকা বাত্রা টোকিও অলিম্পিক্সে খেলতে নামেন। কিন্তু ব্যর্থ হন তিনি।
Image credits: Manika Batra – Social Media
Bangla
ডব্লিউটিটি সৌদি স্ম্যাশে বেশ ভালো খেলেন
ডব্লিউটিটি সৌদি স্ম্যাশে কোয়ার্টার ফাইনালে ওঠার ক্ষেত্রে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন চিনের ওয়াং মানিউ এবং বিশ্বের ১৪ নম্বর জার্মানির নীনা মিত্তেলহামকে হারান তিনি।
Image credits: Manika Batra – Social Media
Bangla
গোটা বিশ্বে তাঁর র্যাঙ্কিং কত?
মনিকা বাত্রা এই মুহূর্তে বিশ্বের ২৮ নম্বর প্যাডলার হিসেবে অবস্থান করছেন।
Image credits: Manika Batra – Social Media
Bangla
অনুশীলন চলছে জোরকদমে
অলিম্পিক্সকে কেন্দ্র করে জোরদার প্র্যাকটিস করছেন মনিকা।
Image credits: Manika Batra – Social Media
Bangla
আরও একটি রেকর্ড
মহিলাদের সিঙ্গলসে একসময় বিশ্ব ক্রমতালিকায় ২৪ নম্বরে উঠে আসেন এই অভিজ্ঞ খেলোয়াড়টি।
Image credits: Manika Batra – Social Media
Bangla
ভারতের প্রথম কোনও মহিলা টেবিল টেনিস খেলোয়াড়
যিনি সিঙ্গলস ক্রমতালিকায় প্রথম ২৫ জনের মধ্যে জায়গা করে নিয়েছিলেন।
Image credits: Manika Batra – Social Media
Bangla
মনিকার পরিকল্পনা
ম্যাচ ধরে তিনি এগোতে চাইছেন মেডেল রাউন্ডের দিকে।
Image credits: Manika Batra – Social Media
Bangla
কী বলছেন তিনি?
বিগত অলিম্পিক্স থেকে অনেক কিছু শিখেছেন মনিকা।
Image credits: Manika Batra – Social Media
Bangla
আত্মবিশ্বাসী মনিকা বাত্রা
মনিকা বাত্রার কথায়, তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী। সেইসঙ্গে স্ট্যামিনার উপরেও জোর দিয়েছেন তিনি।