Bangla

মনিকা বাত্রার পদকের ইতিহাস

গত ২০১৮ সালের কমনওয়েলথ গেমসে সোনা জেতেন তিনি।

Bangla

টোকিও অলিম্পিক্সে ব্যর্থতা

মনিকা বাত্রা টোকিও অলিম্পিক্সে খেলতে নামেন। কিন্তু ব্যর্থ হন তিনি।

Image credits: Manika Batra – Social Media
Bangla

ডব্লিউটিটি সৌদি স্ম্যাশে বেশ ভালো খেলেন

ডব্লিউটিটি সৌদি স্ম্যাশে কোয়ার্টার ফাইনালে ওঠার ক্ষেত্রে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন চিনের ওয়াং মানিউ এবং বিশ্বের ১৪ নম্বর জার্মানির নীনা মিত্তেলহামকে হারান তিনি।

Image credits: Manika Batra – Social Media
Bangla

গোটা বিশ্বে তাঁর র‍্যাঙ্কিং কত?

মনিকা বাত্রা এই মুহূর্তে বিশ্বের ২৮ নম্বর প্যাডলার হিসেবে অবস্থান করছেন।

Image credits: Manika Batra – Social Media
Bangla

অনুশীলন চলছে জোরকদমে

অলিম্পিক্সকে কেন্দ্র করে জোরদার প্র্যাকটিস করছেন মনিকা।

Image credits: Manika Batra – Social Media
Bangla

আরও একটি রেকর্ড

মহিলাদের সিঙ্গলসে একসময় বিশ্ব ক্রমতালিকায় ২৪ নম্বরে উঠে আসেন এই অভিজ্ঞ খেলোয়াড়টি।

Image credits: Manika Batra – Social Media
Bangla

ভারতের প্রথম কোনও মহিলা টেবিল টেনিস খেলোয়াড়

যিনি সিঙ্গলস ক্রমতালিকায় প্রথম ২৫ জনের মধ্যে জায়গা করে নিয়েছিলেন।

Image credits: Manika Batra – Social Media
Bangla

মনিকার পরিকল্পনা

ম্যাচ ধরে তিনি এগোতে চাইছেন মেডেল রাউন্ডের দিকে।

Image credits: Manika Batra – Social Media
Bangla

কী বলছেন তিনি?

বিগত অলিম্পিক্স থেকে অনেক কিছু শিখেছেন মনিকা।

Image credits: Manika Batra – Social Media
Bangla

আত্মবিশ্বাসী মনিকা বাত্রা

মনিকা বাত্রার কথায়, তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী। সেইসঙ্গে স্ট্যামিনার উপরেও জোর দিয়েছেন তিনি।

Image credits: Manika Batra – Social Media

PV Sindhu: ইতিহাসের সামনে দাঁড়িয়ে, নতুন স্বপ্ন নিয়ে প্যারিসে সিন্ধু

Lakshya Sen: 'প্যারিসে যে কেউ পদক জিততে পারে,' হুঙ্কার লক্ষ্য সেনের

Olympics 2024: ভারতীয় হকি দলের পদক জয়ের সম্ভাবনা ঠিক কতটা?

প্রথমবার অলিম্পিক্সের যোগ্যতা অর্জন, পদকের লড়াইয়ে থাকবেন কিশোর জেনা?