Bangla

মেরি কমের যোগ্য উত্তরসূরী

প্যারিস অলিম্পিক্স থেকে বক্সিংয়ে পদক জয়ের অন্যতম দাবিদার নিখাত জারিন।

Bangla

প্রথমবার অলিম্পিক্সে নামছেন নিখাত

প্রসঙ্গত, গত ২০২২ সালে ইস্তানবুল থেকে ফ্লাইওয়েট বিভাগে সোনা জেতেন এই ভারতীয় বক্সার।

Image credits: Nikhat Zareen – Social Media
Bangla

তারপর বিশ্ব চ্যাম্পিয়নশিপ

গত ২০২৩ সালে, দিল্লীতে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপের লাইট ফ্লাইওয়েট বিভাগে সোনার পদক জেতার কৃতিত্ব অর্জন করেন নিখাত জারিন।

Image credits: Nikhat Zareen – Social Media
Bangla

এশিয়ান গেমস

গত ২০২২ সালের এশিয়ান গেমসেও ব্রোঞ্জ জেতেন তিনি।

Image credits: Nikhat Zareen – Social Media
Bangla

লক্ষ্য তাঁর প্যারিস অলিম্পিক্স

স্বভাবতই, তাঁকে ঘিরে স্বপ্ন দেখছে গোটা দেশ।

Image credits: Nikhat Zareen – Social Media
Bangla

নিখাত জারিনের প্রস্তুতি তুঙ্গে

এশিয়ান গেমসে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদেই অলিম্পিক্সের মঞ্চে জায়গা করে নেন তিনি।

Image credits: Nikhat Zareen – Social Media
Bangla

বিদেশে অনুশীলন সেরেছেন

প্যারিস অলিম্পিক্সে নামার আগে বিদেশে অনুশীলন করেছেন। তবে প্রথমবার অলিম্পিক্স, তাই কিছুটা চাপে।

Image credits: Nikhat Zareen – Social Media
Bangla

আত্মবিশ্বাসী নিখাত

স্রোতের বিরুদ্ধে লড়াই করে আজ এই জায়গায় পৌঁছেছেন তিনি।

Image credits: Nikhat Zareen – Social Media
Bangla

ভরসার জায়গা তৈরি করতে পেরেছেন

নিখাত জারিনের প্রশংসায় এখন গোটা দেশ।

Image credits: Nikhat Zareen – Social Media
Bangla

মোট দুবারের বিশ্বচ্যাম্পিয়ন অলিম্পিক্সের মঞ্চে

সর্বমোট ২ বার বিশ্বচ্যাম্পিয়ন হয়ে প্যারিস অলিম্পিক্সে নামছেন নিখাত জারিন।

Image Credits: Nikhat Zareen – Social Media