Bangla

প্যারিস অলিম্পিক্সে ভারতের বেশ কয়েকজন ক্রীড়াবিদ পদক জেতার দৌড়ে আছেন

এবারের অলিম্পিক্সে ভারতের পদক সংখ্যা টোকিও অলিম্পিক্সের সাফল্যকে ছাপিয়ে যাবে বলে আশা করছে ক্রীড়ামহল।

Bangla

এবারের অলিম্পিক্সে মহিলাদের কুস্তিতে পদক জয়ের অন্যতম দাবিদার ভিনেশ

প্যারিস অলিম্পিক্সে পদক জয়ের জন্য মহিলা কুস্তিগীরের দিকে তাকিয়ে ভারতীয় শিবির।

Image credits: Instagram
Bangla

এখনও পর্যন্ত অলিম্পিক্সে পদক জিততে পারেননি ভিনেশ ফোগট, এবার তিনি মরিয়া

ভারতের মহিলা কুস্তিগীরদের মধ্যে অন্যতম সেরা ভিনেশ ফোগট। কিন্তু এখনও অলিম্পিক্সে পদক জিততে পারেননি তিনি। এবার সেই আফশোস মিটিয়ে নিতে চান এই কুস্তিগীর।

Image credits: Instagram
Bangla

এবারের অলিম্পিক্সে মহিলা কুস্তির ৫০ কেজি বিভাগে লড়াই করছেন ভিনেশ ফোগট

ভিনেশ ফোগট অতীতে ৫৩ কেজি বিভাগে লড়াই করতেন। কিন্তু এই বিভাগে এখন দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন অন্তিম পাংহাল। এই কারণেই এখন ৫০ কেজি বিভাগে লড়াই করছেন ভিনেশ।

Image credits: Instagram
Bangla

অনভ্যস্ত হলেও ৫০ কেজি বিভাগে লড়াই শুরু করে সাফল্য পেয়েছেন ভিনেশ ফোগট

কিরগিজস্তানের বিশকেকে এশিয়ান রেসলিং অলিম্পিক কোয়ালিফায়ার্সে মহিলাদের ৫০ কেজি বিভাগে দুর্দান্ত লড়াই করে প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করেন ভিনেশ ফোগট।

Image credits: Instagram
Bangla

প্যারিস অলিম্পিক্সের ঠিক আগে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন ভিনেশ ফোগট

৬ জুলাই স্প্যানিশ গ্র্যাঁ প্রি চ্যাম্পিয়ন হয়েছেন ভিনেশ ফোগট। ফলে প্যারিস অলিম্পিক্সের আগে তাঁর আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে।

Image credits: Instagram
Bangla

প্রথমবার অলিম্পিক্সে পদক জেতার স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছেন ভিনেশ ফোগট

প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জনের বিষয়ে ভিনেশ ফোগট বলেছেন, ‘আমার যাত্রা এখনও পর্যন্ত কঠিন। কিন্তু জয় পেলে মনে হয় সব কষ্ট এই জন্যই করা।’

Image credits: Instagram
Bangla

রিও অলিম্পিক্সে হাঁটুতে চোট পাওয়ার পর দুরন্ত প্রত্যাবর্তন ভিনেশের

২০১৬ সালে রিও অলিম্পিক্সে হাঁটুতে মারাত্মক চোট পেয়েছিলেন ভিনেশ ফোগট। তাঁর কেরিয়ার শেষ হয়ে যেতে পারত। তবে সেই চোট সারিয়ে তিনি প্রত্যাবর্তন ঘটিয়েছেন।

Image Credits: Instagram