এবারের অলিম্পিক্সে ভারতের পদক সংখ্যা টোকিও অলিম্পিক্সের সাফল্যকে ছাপিয়ে যাবে বলে আশা করছে ক্রীড়ামহল।
প্যারিস অলিম্পিক্সে পদক জয়ের জন্য মহিলা কুস্তিগীরের দিকে তাকিয়ে ভারতীয় শিবির।
ভারতের মহিলা কুস্তিগীরদের মধ্যে অন্যতম সেরা ভিনেশ ফোগট। কিন্তু এখনও অলিম্পিক্সে পদক জিততে পারেননি তিনি। এবার সেই আফশোস মিটিয়ে নিতে চান এই কুস্তিগীর।
ভিনেশ ফোগট অতীতে ৫৩ কেজি বিভাগে লড়াই করতেন। কিন্তু এই বিভাগে এখন দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন অন্তিম পাংহাল। এই কারণেই এখন ৫০ কেজি বিভাগে লড়াই করছেন ভিনেশ।
কিরগিজস্তানের বিশকেকে এশিয়ান রেসলিং অলিম্পিক কোয়ালিফায়ার্সে মহিলাদের ৫০ কেজি বিভাগে দুর্দান্ত লড়াই করে প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করেন ভিনেশ ফোগট।
৬ জুলাই স্প্যানিশ গ্র্যাঁ প্রি চ্যাম্পিয়ন হয়েছেন ভিনেশ ফোগট। ফলে প্যারিস অলিম্পিক্সের আগে তাঁর আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে।
প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জনের বিষয়ে ভিনেশ ফোগট বলেছেন, ‘আমার যাত্রা এখনও পর্যন্ত কঠিন। কিন্তু জয় পেলে মনে হয় সব কষ্ট এই জন্যই করা।’
২০১৬ সালে রিও অলিম্পিক্সে হাঁটুতে মারাত্মক চোট পেয়েছিলেন ভিনেশ ফোগট। তাঁর কেরিয়ার শেষ হয়ে যেতে পারত। তবে সেই চোট সারিয়ে তিনি প্রত্যাবর্তন ঘটিয়েছেন।