প্যারিস অলিম্পিক্সে ভারতের বেশ কয়েকজন ক্রীড়াবিদ পদক জেতার দৌড়ে আছেন
এবারের অলিম্পিক্সে ভারতের পদক সংখ্যা টোকিও অলিম্পিক্সের সাফল্যকে ছাপিয়ে যাবে বলে আশা করছে ক্রীড়ামহল।
Sports News Jul 17 2024
Author: Soumya Gangully Image Credits:Instagram
Bangla
এবারের অলিম্পিক্সে মহিলাদের কুস্তিতে পদক জয়ের অন্যতম দাবিদার ভিনেশ
প্যারিস অলিম্পিক্সে পদক জয়ের জন্য মহিলা কুস্তিগীরের দিকে তাকিয়ে ভারতীয় শিবির।
Image credits: Instagram
Bangla
এখনও পর্যন্ত অলিম্পিক্সে পদক জিততে পারেননি ভিনেশ ফোগট, এবার তিনি মরিয়া
ভারতের মহিলা কুস্তিগীরদের মধ্যে অন্যতম সেরা ভিনেশ ফোগট। কিন্তু এখনও অলিম্পিক্সে পদক জিততে পারেননি তিনি। এবার সেই আফশোস মিটিয়ে নিতে চান এই কুস্তিগীর।
Image credits: Instagram
Bangla
এবারের অলিম্পিক্সে মহিলা কুস্তির ৫০ কেজি বিভাগে লড়াই করছেন ভিনেশ ফোগট
ভিনেশ ফোগট অতীতে ৫৩ কেজি বিভাগে লড়াই করতেন। কিন্তু এই বিভাগে এখন দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন অন্তিম পাংহাল। এই কারণেই এখন ৫০ কেজি বিভাগে লড়াই করছেন ভিনেশ।
Image credits: Instagram
Bangla
অনভ্যস্ত হলেও ৫০ কেজি বিভাগে লড়াই শুরু করে সাফল্য পেয়েছেন ভিনেশ ফোগট
কিরগিজস্তানের বিশকেকে এশিয়ান রেসলিং অলিম্পিক কোয়ালিফায়ার্সে মহিলাদের ৫০ কেজি বিভাগে দুর্দান্ত লড়াই করে প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করেন ভিনেশ ফোগট।
Image credits: Instagram
Bangla
প্যারিস অলিম্পিক্সের ঠিক আগে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন ভিনেশ ফোগট
৬ জুলাই স্প্যানিশ গ্র্যাঁ প্রি চ্যাম্পিয়ন হয়েছেন ভিনেশ ফোগট। ফলে প্যারিস অলিম্পিক্সের আগে তাঁর আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে।