Bangla

অলিম্পিক্সে প্রথমবার পদক জিতবেন, আত্মবিশ্বাসী ব্যাডমিন্টন তারকা লক্ষ্য

আন্তর্জাতিক মঞ্চে অনেক সাফল্য পেয়েছেন। তবে এখনও পর্যন্ত অলিম্পিক্সে পদক জিততে পারেননি। এবার প্যারিসে সেই সাফল্য পেতে মরিয়া লক্ষ্য সেন।

Bangla

এবারের অলিম্পিক্সে ব্যাডমিন্টনে ভারতের ফল ভালো হবে, আশায় লক্ষ্য সেন

এবারের অলিম্পিক্সে নিজের পাশাপাশি ভারতের ব্যাডমিন্টন দলের সতীর্থদের ফলও ভালো হবে বলে আত্মবিশ্বাসী লক্ষ্য সেন।

Image credits: Instagram
Bangla

'অলিম্পিক্সে ভারতের সবারই পদক জেতার সম্ভাবনা আছে,' আশাবাদী লক্ষ্য সেন

অলিম্পিক্সে ভারতের পদক জয়ের সম্ভাবনা প্রসঙ্গে লক্ষ্য সেন বলেছেন, ‘আমাদের দল অত্যন্ত শক্তিশালী। বিশেষ করে ব্যাডমিন্টনে আমাদের সবারই পদক জয়ের সম্ভাবনা আছে।’

Image credits: Instagram
Bangla

টোকিও অলিম্পিক্সের চেয়ে এবার পদক সংখ্যা বাড়বে, আশাবাদী লক্ষ্য সেন

টোকিও অলিম্পিক্সের চেয়ে এবার ভারতের অ্যাথলিটদের পারফরম্যান্স ভালো হবে এবং পদক সংখ্যা বাড়বে বলে আশাবাদী লক্ষ্য সেন।

Image credits: Instagram
Bangla

প্রথমবার অলিম্পিক্সে যোগ দিচ্ছেন, প্যারিস থেকে পদক নিয়েই ফেরাই লক্ষ্য

এবারই প্রথম অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করেছেন লক্ষ্য সেন। প্যারিসে ভালো পারফরম্যান্স দেখিয়ে পদক জেতার জন্য তৈরি হচ্ছেন এই তরুণ।

Image credits: Instagram
Bangla

এশিয়ান গেমসে রুপো জয়ের পর এবার অলিম্পিক্সেও পদক জিততে মরিয়া লক্ষ্য সেন

গত বছর এশিয়ান গেমসে রুপো পায় ভারতের ব্যাডমিন্টন দল। সেই দলের অন্যতম সদস্য ছিলেন লক্ষ্য সেন। এবার অলিম্পিক্সেও পদক জিততে চান এই তরুণ।

Image credits: Instagram
Bangla

'প্রথম অলিম্পিক্সে পদক জয়ের জন্য নিজের সর্বস্ব দেব,' বলছেন লক্ষ্য সেন

লক্ষ্য সেন বলেছেন, ‘এটা আমার প্রথম অলিম্পিক্স। ফলে আমি অত্যন্ত উত্তেজিত। অলিম্পিক্সে আমার সেরাটা দিতে তৈরি।’

Image credits: Instagram
Bangla

প্যারিস অলিম্পিক্স থাকাকালীন সেরা ফর্মে থাকাই লক্ষ্য, জানালেন লক্ষ্য

লক্ষ্য সেন বলেছেন, ‘প্যারিসে সবাই সেরা খেলা দেখানোর চেষ্টা করবে। আমিও সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। আমাকে ম্যাচ জিততে হলে ধারাবাহিকভাবে ভালো খেলে যেতে হবে।’

Image Credits: Instagram