আন্তর্জাতিক মঞ্চে অনেক সাফল্য পেয়েছেন। তবে এখনও পর্যন্ত অলিম্পিক্সে পদক জিততে পারেননি। এবার প্যারিসে সেই সাফল্য পেতে মরিয়া লক্ষ্য সেন।
এবারের অলিম্পিক্সে নিজের পাশাপাশি ভারতের ব্যাডমিন্টন দলের সতীর্থদের ফলও ভালো হবে বলে আত্মবিশ্বাসী লক্ষ্য সেন।
অলিম্পিক্সে ভারতের পদক জয়ের সম্ভাবনা প্রসঙ্গে লক্ষ্য সেন বলেছেন, ‘আমাদের দল অত্যন্ত শক্তিশালী। বিশেষ করে ব্যাডমিন্টনে আমাদের সবারই পদক জয়ের সম্ভাবনা আছে।’
টোকিও অলিম্পিক্সের চেয়ে এবার ভারতের অ্যাথলিটদের পারফরম্যান্স ভালো হবে এবং পদক সংখ্যা বাড়বে বলে আশাবাদী লক্ষ্য সেন।
এবারই প্রথম অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করেছেন লক্ষ্য সেন। প্যারিসে ভালো পারফরম্যান্স দেখিয়ে পদক জেতার জন্য তৈরি হচ্ছেন এই তরুণ।
গত বছর এশিয়ান গেমসে রুপো পায় ভারতের ব্যাডমিন্টন দল। সেই দলের অন্যতম সদস্য ছিলেন লক্ষ্য সেন। এবার অলিম্পিক্সেও পদক জিততে চান এই তরুণ।
লক্ষ্য সেন বলেছেন, ‘এটা আমার প্রথম অলিম্পিক্স। ফলে আমি অত্যন্ত উত্তেজিত। অলিম্পিক্সে আমার সেরাটা দিতে তৈরি।’
লক্ষ্য সেন বলেছেন, ‘প্যারিসে সবাই সেরা খেলা দেখানোর চেষ্টা করবে। আমিও সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। আমাকে ম্যাচ জিততে হলে ধারাবাহিকভাবে ভালো খেলে যেতে হবে।’