Bangla

সম্প্রতি ভালো ফর্মে নেই, অলিম্পিক্সে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে কিশোর জেনা

এশিয়ান গেমসে দুর্দান্ত লড়াই করে পদক জেতার পর থেকেই সাফল্য অধরা কিশোর জেনার। একের পর এক প্রতিযোগিতায় ব্যর্থ হয়েছেন এই অ্যাথলিট। তবে এবার তিনি ঘুরে দাঁড়াতে মরিয়া।

Bangla

প্রথমবার অলিম্পিক গেমসে যোগ দিয়েই পদক জয়ের লক্ষ্যে অ্যাথলিট কিশোর জেনা

এবারই প্রথম অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করেছেন কিশোর জেনা। জ্যাভলিন থ্রোয়ে পদক জয়ের লক্ষ্যে এই অ্যাথলিট।

Image credits: Instagram
Bangla

নীরজ চোপড়ার সঙ্গে লড়াই করে অলিম্পিক্সে পদক জিততে মরিয়া কিশোর জেনা

এশিয়ান গেমসে সোনা জেতেন নীরজ চোপড়া এবং রুপো পান কিশোর জেনা। প্যারিস অলিম্পিক্সেও একই ফলের স্বপ্ন দেখছে ভারত।

Image credits: Instagram
Bangla

পরপর বড় প্রতিযোগিতায় হতাশাজনক পারফরম্যান্সে অবসরের কথা ভাবছিলেন কিশোর

কিশোর জেনা জানিয়েছেন, ২০২৩ সালে একের পর এক প্রতিযোগিতায় ব্যর্থ হওয়ায় তিনি অ্যাথলেটিক্স থেকে অবসর নেওয়ার কথা ভাবছিলেন।

Image credits: Instagram
Bangla

অলিম্পিক্সে পদক জিততে হলে অন্তত ৮৫ মিটার থ্রো করতেই হবে কিশোর জেনাকে

২০২২ সাল পর্যন্ত ৮০মিটারের বেশি থ্রো করতে পারছিলেন না কিশোর জেনা। তবে ২০২৩  সালে তিনি ৮১.০৫ মিটার থ্রো করেন। অলিম্পিক্সে পদক জিততে হলে তাঁকে আরও ভালো পারফরম্যান্স দেখাতে হবে।

Image credits: Instagram

অলিম্পিক্স থেকে বাদ জাপানের জিমন্যাস্ট, কারণ জানলে হতবাক হয়ে যাবেন

Olympics 2024: প্রত্যাশার পারদ চড়ছে 'সোনার ছেলে' নীরজকে ঘিরে

Olympics 2024: আসন্ন প্যারিস অলিম্পিক্সে রচিত হবে 'সিন্ধু' সভ্যতা?

Olympics 2024: বিতর্ক অতীত, অলিম্পিক্সে প্রথম পদকের লক্ষ্যে ভিনেশ