এশিয়ান গেমসে দুর্দান্ত লড়াই করে পদক জেতার পর থেকেই সাফল্য অধরা কিশোর জেনার। একের পর এক প্রতিযোগিতায় ব্যর্থ হয়েছেন এই অ্যাথলিট। তবে এবার তিনি ঘুরে দাঁড়াতে মরিয়া।
এবারই প্রথম অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করেছেন কিশোর জেনা। জ্যাভলিন থ্রোয়ে পদক জয়ের লক্ষ্যে এই অ্যাথলিট।
এশিয়ান গেমসে সোনা জেতেন নীরজ চোপড়া এবং রুপো পান কিশোর জেনা। প্যারিস অলিম্পিক্সেও একই ফলের স্বপ্ন দেখছে ভারত।
কিশোর জেনা জানিয়েছেন, ২০২৩ সালে একের পর এক প্রতিযোগিতায় ব্যর্থ হওয়ায় তিনি অ্যাথলেটিক্স থেকে অবসর নেওয়ার কথা ভাবছিলেন।
২০২২ সাল পর্যন্ত ৮০মিটারের বেশি থ্রো করতে পারছিলেন না কিশোর জেনা। তবে ২০২৩ সালে তিনি ৮১.০৫ মিটার থ্রো করেন। অলিম্পিক্সে পদক জিততে হলে তাঁকে আরও ভালো পারফরম্যান্স দেখাতে হবে।