প্রসঙ্গত, গত ২০২০ সালের টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জিতেছিল ভারতীয় পুরুষ হকি দল। সেই দলের অধিনায়ক ছিলেন মনপ্রীত সিং।
টোকিও অলিম্পিক্সে জার্মানির বিরুদ্ধে জয় পায় ভারত। জার্মানিকে ৫-৪ গোলে হারিয়ে ব্রোঞ্জ জেতে ইন্ডিয়ান হকি টিম।
প্যারিস অলিম্পিক্সকে কেন্দ্র করে গত চার বছর ধরে প্রস্তুতি নিচ্ছে গোটা দল। ফিটনেস এবং স্ট্রেংথের দিকে বাড়তি নজর দিয়েছে টিম ম্যানেজমেন্ট।
এখনও পর্যন্ত সবকটি অলিম্পিক্স মিলিয়ে বেশ ভালোই পারফরম্যান্স ভারতীয় হকি দলের।
মোট ৮টি সোনা, ১টি রুপো এবং ৩টি ব্রোঞ্জ জিতেছে টিম ইন্ডিয়া।
আসন্ন প্যারিস অলিম্পিক্সে ভারত রয়েছে পুল বি-তে।
একই গ্রুপে রয়েছে বেলজিয়াম, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, নিউজিল্যান্ড, এবং আয়ারল্যান্ড।
গ্রুপ টেবিলে পয়েন্টের বিচারে থাকা প্রথম চারটি দল শেষ আটে যাবে। ফলে, লড়াই কার্যত হাড্ডাহাড্ডি।
আসন্ন অলিম্পিক্সের জন্য মোট ১৬ জনের ভারতীয় দলে নজর দেওয়া হয়েছে অভিজ্ঞতা এবং তারুণ্যের যুগলবন্দির উপর।
ভারতীয় হকি তারকা মনপ্রীত সিং জানিয়েছেন, “আমরা শুধু নিজেদের সেরাটা দিতে চাই। প্রতিটা ম্যাচে ভালো পারফর্ম করতে চাই।”