Bangla

অলিম্পিক্সের আসরে বাজিমাৎ

প্রসঙ্গত, গত ২০২০ সালের টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জিতেছিল ভারতীয় পুরুষ হকি দল। সেই দলের অধিনায়ক ছিলেন মনপ্রীত সিং।

Bangla

জার্মানিকে হারিয়ে জয়

টোকিও অলিম্পিক্সে জার্মানির বিরুদ্ধে জয় পায় ভারত। জার্মানিকে ৫-৪ গোলে হারিয়ে ব্রোঞ্জ জেতে ইন্ডিয়ান হকি টিম।

Image credits: Indian Hockey Team – Social Media
Bangla

স্বপ্ন দেখছে ওরা

প্যারিস অলিম্পিক্সকে কেন্দ্র করে গত চার বছর ধরে প্রস্তুতি নিচ্ছে গোটা দল। ফিটনেস এবং স্ট্রেংথের দিকে বাড়তি নজর দিয়েছে টিম ম্যানেজমেন্ট।

Image credits: Indian Hockey Team – Social Media
Bangla

পদকের ইতিহাস

এখনও পর্যন্ত সবকটি অলিম্পিক্স মিলিয়ে বেশ ভালোই পারফরম্যান্স ভারতীয় হকি দলের। 

Image credits: Indian Hockey Team – Social Media
Bangla

পদকসংখ্যা কত?

মোট ৮টি সোনা, ১টি রুপো এবং ৩টি ব্রোঞ্জ জিতেছে টিম ইন্ডিয়া।

Image credits: Indian Hockey Team – Social Media
Bangla

প্যারিস অলিম্পিক্সে ভারত

আসন্ন প্যারিস অলিম্পিক্সে ভারত রয়েছে পুল বি-তে।

Image credits: Indian Hockey Team – Social Media
Bangla

প্রতিপক্ষ কারা?

একই গ্রুপে রয়েছে বেলজিয়াম, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, নিউজিল্যান্ড, এবং আয়ারল্যান্ড।

Image credits: Indian Hockey Team – Social Media
Bangla

শেষ আটে যাবে যারা

গ্রুপ টেবিলে পয়েন্টের বিচারে থাকা প্রথম চারটি দল শেষ আটে যাবে। ফলে, লড়াই কার্যত হাড্ডাহাড্ডি।

Image credits: Indian Hockey Team – Social Media
Bangla

অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের মেলবন্ধন

আসন্ন অলিম্পিক্সের জন্য মোট ১৬ জনের ভারতীয় দলে নজর দেওয়া হয়েছে অভিজ্ঞতা এবং তারুণ্যের যুগলবন্দির উপর।

Image credits: Indian Hockey Team – Social Media
Bangla

আত্মবিশ্বাসী ভারত

ভারতীয় হকি তারকা মনপ্রীত সিং জানিয়েছেন, “আমরা শুধু নিজেদের সেরাটা দিতে চাই। প্রতিটা ম্যাচে ভালো পারফর্ম করতে চাই।”

Image credits: Indian Hockey Team – Social Media

প্রথমবার অলিম্পিক্সের যোগ্যতা অর্জন, পদকের লড়াইয়ে থাকবেন কিশোর জেনা?

অলিম্পিক্স থেকে বাদ জাপানের জিমন্যাস্ট, কারণ জানলে হতবাক হয়ে যাবেন

Olympics 2024: প্রত্যাশার পারদ চড়ছে 'সোনার ছেলে' নীরজকে ঘিরে

Olympics 2024: আসন্ন প্যারিস অলিম্পিক্সে রচিত হবে 'সিন্ধু' সভ্যতা?