Bangla

পার্ক স্ট্রিটে হপিং

পার্ক স্ট্রিটে অনেকেই এমন কাজ করেন যে অনেকটা সেই প্রবাদ বাক্যের মতো- নাই কাজ তো খই ভাজ- আসলে কোনও কাজ নেই তো চলুন না পার্ক স্ট্রিট-টা ঘুরে আসি! আর সেই ঘুরতে ঘুরতে করে ফেলে ৭ কাজ। 

Bangla

পার্ক স্ট্রিটের সমাধিস্থল

এখানেই রয়েছে এক বিশাল ঐতিহাসিক সমাধিস্থল। যেখানে শায়িত রয়েছে বহু মণীষির দেহ। পার্ক স্ট্রিট হপিং-এ জুড়ে নিতে পারেন এই সমাধিস্থল ভ্রমণের নামটা

Image credits: Getty
Bangla

পার্ক স্ট্রিট মানেই খাবার

পার্ক স্ট্রিটে গিয়েছেন আর কিছু না খেয়ে চলে এসেছেন! এমনটা সচারচর শোনা যায় না। কারণ পার্ক স্ট্রিট মানেই খাবারের সম্ভার। এখানকার স্ট্রিট ফুড-ও খুব বিখ্যাত

Image credits: Getty
Bangla

একাধিক রেস্তোরাঁ- ভাসিয়ে দিন নিজেকে

পার্ক স্ট্রিটের রেস্তোরাঁ নিয়ে কথা বললে আস্ত মহাভারত খাড়া হয়ে যাবে। ট্রিঙ্কার্স থেকে শুরু করে মোকাম্বো, পিটার ক্যাট, বারবি কিউ, মার্কোপোলে, হার্ডরক কাফে- নাম নিয়ে শেষ করা যাবে না

Image credits: Facebook
Bangla

শপিং করুন হৃদয় খুলে

পার্ক স্ট্রিটের শপিং অভিজ্ঞতাও অসাধারণ। ফুটপাত থেকে শুরু করে এক্কেবারে নানা ধরনের শোরুম- আপনার জন্য হাত মেলে দাঁড়িয়ে রয়েছে। একটু নিজেকে জাগান, আর মন খুলে করুন শপিং

Image credits: Facebook
Bangla

পার্ক স্ট্রিটের কাঠি রোল

পার্ক স্ট্রিটের কাঠি রোল- নাম শুনলেই জিভে জল চলে আসে। ঘুরতে ঘুরতে মুখে যদি না থাকে এই রোল- তাহলে তো মুখ ব্যাজার করে ঘোরা ছাড়া অন্য কোনও উপায় নেই

Image credits: Facebook
Bangla

পার্ক স্ট্রিটের কালো পিচ রাস্তা

পার্ক স্ট্রিটের পিচ রাস্তা আলাদা ধরনের কাব্যিক গাথা তৈরি করে দেয় মনের মধ্যে। ফুটপাতের দুই পাশ দিয়ে গাছেদের সারি এবং তাদের ছায়ায় দূরে মিলিয়ে যাওয়া পিচ রাস্তা যেন আরও মায়াবি হয়ে ওঠে।

Image credits: WIKIPEDIA
Bangla

পার্ক হোটেলের গ্রাফিতি

চলতে চলতেই পাশে পড়বে পার্ক হোটেল। তার দেওয়াল জুড়ে মন কাড়া সব গ্রাফিতি। সেলফি জোন বানিয়ে নিয়ে তুলে ফেলুন নিজস্বি।

Image credits: FACEBOOK
Bangla

পার্ক স্ট্রিটের এই মজাটা চেখে নিন

যারা এর আগেও পার্ক স্ট্রিটের এই জিনিসগুলো চেখে নিয়েছেন, তারা আবার যেতেই পারেন- কারণ পার্ক স্ট্রিটের মায়াবি হাতছানিকে এড়ানো কঠিন। আর যারা চেখে দেখেননি তাদের এটা বাধ্যতামূলক

Image credits: Getty

কলকাতা 'The City of Joy'-র ১০ তথ্য, তিলোত্তমার প্রেমে পড়বেন পুনরায়

বেলা বাড়তে চাঁদিফাঁটা রোদ্দুরে হাঁসফাঁস শহর, কালবৈশাখী কবে?

চৈত্রর শেষেই কি কালবৈশাখীর সম্ভাবনা বাংলায়?