পার্ক স্ট্রিটে অনেকেই এমন কাজ করেন যে অনেকটা সেই প্রবাদ বাক্যের মতো- নাই কাজ তো খই ভাজ- আসলে কোনও কাজ নেই তো চলুন না পার্ক স্ট্রিট-টা ঘুরে আসি! আর সেই ঘুরতে ঘুরতে করে ফেলে ৭ কাজ।
এখানেই রয়েছে এক বিশাল ঐতিহাসিক সমাধিস্থল। যেখানে শায়িত রয়েছে বহু মণীষির দেহ। পার্ক স্ট্রিট হপিং-এ জুড়ে নিতে পারেন এই সমাধিস্থল ভ্রমণের নামটা
পার্ক স্ট্রিটে গিয়েছেন আর কিছু না খেয়ে চলে এসেছেন! এমনটা সচারচর শোনা যায় না। কারণ পার্ক স্ট্রিট মানেই খাবারের সম্ভার। এখানকার স্ট্রিট ফুড-ও খুব বিখ্যাত
পার্ক স্ট্রিটের রেস্তোরাঁ নিয়ে কথা বললে আস্ত মহাভারত খাড়া হয়ে যাবে। ট্রিঙ্কার্স থেকে শুরু করে মোকাম্বো, পিটার ক্যাট, বারবি কিউ, মার্কোপোলে, হার্ডরক কাফে- নাম নিয়ে শেষ করা যাবে না
পার্ক স্ট্রিটের শপিং অভিজ্ঞতাও অসাধারণ। ফুটপাত থেকে শুরু করে এক্কেবারে নানা ধরনের শোরুম- আপনার জন্য হাত মেলে দাঁড়িয়ে রয়েছে। একটু নিজেকে জাগান, আর মন খুলে করুন শপিং
পার্ক স্ট্রিটের কাঠি রোল- নাম শুনলেই জিভে জল চলে আসে। ঘুরতে ঘুরতে মুখে যদি না থাকে এই রোল- তাহলে তো মুখ ব্যাজার করে ঘোরা ছাড়া অন্য কোনও উপায় নেই
পার্ক স্ট্রিটের পিচ রাস্তা আলাদা ধরনের কাব্যিক গাথা তৈরি করে দেয় মনের মধ্যে। ফুটপাতের দুই পাশ দিয়ে গাছেদের সারি এবং তাদের ছায়ায় দূরে মিলিয়ে যাওয়া পিচ রাস্তা যেন আরও মায়াবি হয়ে ওঠে।
চলতে চলতেই পাশে পড়বে পার্ক হোটেল। তার দেওয়াল জুড়ে মন কাড়া সব গ্রাফিতি। সেলফি জোন বানিয়ে নিয়ে তুলে ফেলুন নিজস্বি।
যারা এর আগেও পার্ক স্ট্রিটের এই জিনিসগুলো চেখে নিয়েছেন, তারা আবার যেতেই পারেন- কারণ পার্ক স্ট্রিটের মায়াবি হাতছানিকে এড়ানো কঠিন। আর যারা চেখে দেখেননি তাদের এটা বাধ্যতামূলক