বৈদ্যবাটিতে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ-এর সভায় গেরুয়া শিবিরে যোগ দিলেন জিতেন্দ্র তিওয়ারি। সভামঞ্চ থেকে তিনি বললেন, আগের দলে থাকতে মনে মনে জয় শ্রীরাম বলতে হতো, প্রকাশ্যে বলতে পারতেন না।
- Home
- West Bengal
- West Bengal News
- Election Live Update- 'মনে মনে বলতাম জয় শ্রীরাম', অবশেষে বিজেপিতে জিতেন্দ্র তিওয়ারি
Election Live Update- 'মনে মনে বলতাম জয় শ্রীরাম', অবশেষে বিজেপিতে জিতেন্দ্র তিওয়ারি
শুক্রবার প্রকাশ হয়েছে বিধানসভা ভোটের দিনক্ষণ। কিন্তু এখনও পর্যন্ত কোনও রাজনৈতিক দলই প্রার্থী তালিকা ঘোষণা করেনি। তবে প্রার্থী তালিকা নিয়ে জল্পনা চলছে সব শিবিরেই। সূত্রের খবর তৃণমূল কংগ্রেস নতুন মুখ আনতে চাইছে। ৯০ আসনে লড়তে পারে কংগ্রেস। অন্যদিকে বামেরা এখনও আস্থা রাখতে পারে পুরোনতেই, তেমনই দাবি করছে সূত্র।
- FB
- TW
- Linkdin
৮ মার্চ প্রকাশ করা হবে বামেদের প্রার্থী তালিকা, এমনটাই শোনা যাচ্ছে। এবার দেখা যাবে অনেক নতুন মুখ কে। সংযুক্ত মোর্চার তিন দলকে নিয়ে একসঙ্গে প্রার্থী তালিকা প্রকাশের পরিকল্পনা
ফের গেরুয়া শিবিরে যোগ দেওয়ার সম্ভাবনা প্রকট জিতেন্দ্র তিওয়ারির। এর আগে পা বাড়িয়েও বিজেপির ভিতর থেকেই বিক্ষোভ ওঠায় বাধ্য হয়েই তৃণমূল কংগ্রেসে ফিরে গিয়েছিলেন জিতেন্দ্র। তবে এদিনই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ শ্রীরামপুরের সভায় তাঁর হাতে বিদেপির পতাকা তুলে দিতে পারেন।
লাভ জেহাদসহ একাধিক বিষয় নিয়ে সরব যোগী আদিত্যনাথ। মালদায় জনসভা যোগীর।
আব্বাস সিদ্দিকিকে শুধু কংগ্রেসের অন্দরেই প্রশ্ন উঠছে না। প্রশ্ন উঠতে শুরু করেছে বামফ্রন্ট শিবিরেও। দীর্ঘ দিনের ফ্রন্ট শিবিরেও ফটল ধরাতে পারেন ফুরফুরার পীরজাদা। সূত্রের খবর রবিবার সংযুক্ত মোর্চার ব্রিগেডের মাত্র ১২ ঘণ্টা আগে দীর্ঘ দিনের বামফ্রন্টের শরিক দল ফরোয়ার্ড ব্লক চিঠি দিয়ে মেগা জনসভায় অনুষ্ঠানে অংশ নিতে অস্বীকার করে। একই সঙ্গে প্রশ্ন তোলা হয়েছে আব্বাস সিদ্দিকের ধর্মনিরপেক্ষতা নিয়েও।
কংগ্রেসের হয়ে ভোট প্রচারে অসমে রয়েছে প্রিয়াঙ্কা গান্ধী। এদিন তিনি স্থারীয় চা শ্রমিকদের মতই চা পাতা তোলেন।
ইডির অফিসে পৌঁছেছেন কুণাল ঘোষ। সারদাকাণ্ডে তাঁকে নোটিশ পাঠান হয়েছিল। তিনি জানিেছেন, আইন আইনের পথেই চলবে।
বাংলার বিধানসভা ভোটে রাজ্যে ব্রিগেড ছাড়াও ২০টি সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও রাজ্য বিজেপির তরফ থেকে ৩০টি সভার দাবি জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর দফতর থেকে ২০টি সভার সবুজ সংকেত দিয়েছে।
বাড়ি বাড়ি গিয়ে ভোটের আগে মুচলেকা লিখিয়ে নেওয়ার অভিযোগ হলদিয়া উন্নয়ন ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতির বিরুদ্ধে। অভিযোগ বিজেপির।
দলীয় সৃত্রে খবর তৃণমূল কংগ্রেসের নতুন তালিকায় প্রাধান্য দেওয়া হবে তরুণদের। বাদ পড়তে পারেন অসুস্থ ও বর্ষিয়ান বিধায়করা।
আর দুই এক দিনের মধ্যেই প্রার্থী তালিকা প্রকাশ করবে কংগ্রেস। বিধানসভা নির্বাচনে ৯২টি প্রার্থী দিতে পারে কংগ্রেস।